মাধ্যমিকের পরই উচ্চমাধ্যমিকের ফল, কবে প্রকাশ করবে রেজাল্ট? তারিখ জানাল সংসদ

বাংলা হান্ট ডেস্ক : লোকসভা নির্বাচনের মাঝেই প্রকাশ্যে এল মাধ্যমিক (Madhyamik Pariksha) এবং উচ্চমাধ্যমিক (Higher Secondary) রেজাল্টের নির্ঘন্ট। পরীক্ষার পর থেকেই রেজাল্ট নিয়ে উদ্বিগ্ন ছিল পড়ুয়া এবং অভিভাবকরা। বিগত কয়েকদিন ধরেই রেজাল্ট নিয়ে জল্পনা চলছিল নেট মহলে। আর এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রেজাল্টের দিনক্ষণ ঘোষণা করে দিল মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

সংসদ জানাচ্ছে, মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হবে আগামী ২ মে। যেখানে উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা হবে ৮মে। পড়ুয়ারা অনলাইনেও রেজাল্ট দেখতে পারবেন একই সাথে ঐদিন মার্কশিটও হাতে পেয়ে যাবে তারা। উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষার ৮০ দিন পর প্রকাশিত হচ্ছে রেজাল্ট। যেখানে উচ্চমাধ্যমিকের রেজাল্ট আসছে পরীক্ষার ৬৯দিন পর।

চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। উল্লেখ্য যে, আগামি ২মে এবং ৮মে-র মাঝে ৭ তারিখ তৃতীয় দফার ভোট রয়েছে। যেহেতু ভোটগ্রহণ প্রক্রিয়া এবং পোলিং এজেন্ট, জওয়ানদের থাকার ব্যবস্থা স্কুলেই হয় তাই উচ্চমাধ্যমিকের রেজাল্টের দিন নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছিল। তবে পর্ষদ জানাচ্ছে, ভোটের কারণে কোনও সমস্যায় পড়বেনা ছাত্রছাত্রীরা। তারা নির্ধারিত দিনেই মার্কশিট সংগ্রহ করতে পারবেন।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর