লোকসভা ভোটের আগে ফুটবল ছেড়ে ক্রিকেট বল নিয়ে মমতা! আসছে বড় চমক

বাংলা হান্ট ডেস্ক : এবার হয়ত মিটতে চলেছে রাজ্য সরকারের বিরুদ্ধে খেলোয়াড়দের অভিযোগ। সদ্যই ’খেলাশ্রী’ (Khelashree) প্রকল্পের মধ্যে দিয়ে রাজ্যের ক্রীড়াবিদদের সম্মাননাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পদকজয়ী ক্রীড়াবিদদের জন্য সুখবর নিয়ে এলেন মুখ্যমন্ত্রী। সেই সাথে নয়া আইন প্রনয়নের কথাও বললেন তিনি।

বৃহস্পতিবার, রাজ্য সরকারের তরফ থেকে মোট ৩২২ জন সফল ক্রীড়াবিদকে পুরস্কৃত করা হয়। এইদিন মোট ৭২ জন খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়দের তালিকায় ছিলেন, রিচা ঘোষ, তিতাস সাধু, মুকেশ কুমার, অতনু দাস, অনুষ আগরওয়াল, প্রণতী দাস, মৌমা দাস, সুতীর্থা মুখোপাধ্যায়, ঐহিকা মুখোপাধ্যায়দের মতো ক্রীড়াবিদেরা।

একই সাথে উদ্বোধন করা হল ‘খেলাশ্রী’ প্রকল্পেরও। সূত্রের খবর, এই নয়া প্রকল্পের আওতায় মোট ১০০০ টাকা করে ভাতা দেওয়া হবে ক্রীড়াবিদদের। আপাতত মোট ১৫৬৭ প্রাক্তন খেলোয়াড়ের নাম নথিভুক্ত করা হয়েছে এই তালিকায়। নয়া ঘোষণার দিন বেশ খোশমেজাজেই পাওয়া গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আরও পড়ুন : সাগরে ফের ফুঁসছে ঘূর্ণিঝড়, তাণ্ডব চলবে ১২০ কিমি বেগে, চরম সতর্কবার্তা আবহাওয়া দফতরের

ধনধান্য স্টেডিয়ামে তো রীতিমত ব্যাট হাতে নেমে পড়লেন তিনি। মমতা ব্যানার্জি হাতে ব্যাট তুলে নিতেই বল ধরলেন অরূপ বিশ্বাস। বল করতেই সোজা ক্যাচ আউট হন মুখ্যমন্ত্রী। একইসাথে স্টেডিয়ামে উপস্থিত সমস্ত খেলোয়াড়ের সাথে দেখাও করলেন তিনি। সেখানেই খেলোয়াড়দের আবদার মেনে তিনি হাতে তুলে নিলেন হকি স্টিক।

আরও পড়ুন : রামপুরহাট থেকে উদ্ধার ৬৪০০ জিলেটিন স্টিক, বানচাল নাশকতার ছক, শোরগোল বাংলায়

mamata banerjee

এরপর খেললেন ফুটবল। সব মিটলে বক্তব্যও রাখলেন তিনি। সেখানে মমতা ব্যানার্জি বলেন, ‘জঙ্গলমহল কাপ, সৈকত কাপ, রাঙামাটি কাপ, সুন্দরবন কাপ, হিমাল তরাই-ডুয়ার্স কাপ-সহ বিভিন্ন প্রতিযোগিতা আমরা করি। যারা রানার্স আর চ্যাম্পিয়ন হয়, তাদের আমরা পুলিশে চাকরি দিই। ইতিমধ্যেই আমরা প্রায় ৪৩০০ জন খেলোয়াড়কে চাকরি দিয়েছি।’

আরও পড়ুন : বাংলায় আসছে বিগবস সিজন থ্রী! ঘরে মদন, বৈশাখি রোদ্দুর? ফাঁস হল চমকে দেওয়ার মত তালিকা

সেই সাথেই তিনি আরও বলেন, ‘যারা পুরস্কার পেলেন, তাদের মধ্যে কেউ যদি মনে করেন চাকরি করতে ইচ্ছুক, আমি তাদের বলব তাদের বায়োডেটা অরূপ বিশ্বাসের হাতে দিয়ে দিন। কারণ আমি চাই আমাদের স্পোর্টসের ছেলে-মেয়েদের কেরিয়ার থাকলে কেরিয়ার তৈরি করবে। যারা সোনা, রুপো বা ব্রোঞ্জ বিজয়ী তারা সরকারি চাকরি পাবে। আমরা একটা বিশেষ ব্যবস্থা করে, নতুন আইন করে তার মধ্যে দিয়ে আপনাদের নিয়ে আসব। আমি মুখ্যসচিবকে আগেই বলেছি, কাগজপত্র তৈরি করতে। আপনারা সব সময় স্বাগত।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর