বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের সাধারণ মানুষের জন্য নিয়ে এসেছে একের পর এক প্রকল্প। মেয়েদের জন্য কন্যাশ্রী, ছেলেদের জন্য রূপশ্রী, মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার, চিকিৎসার জন্য স্বাস্থ্য সাথী ইত্যাদি ইত্যাদি। সবমিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে প্রায় ৫০-টির কাছাকাছি এমন প্রকল্প (Scheme) চালু করা হয়েছে রাজ্যে।
এই সকল প্রকল্পগুলির মধ্য দিয়ে সরাসরি আর্থিক সাহায্য থেকে অন্যান্য সুযোগ-সুবিধা পেয়ে থাকেন বাংলার মানুষজন। এই সকল প্রকল্পের মাধ্যমে রাজ্যের কোটি কোটি মানুষ লাগাতার সুবিধা পাচ্ছেন। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই এত পরিমাণ প্রকল্পের সুবিধা ভোগ করছেন রাজ্যের মানুষ।
এরই মধ্যে এবার প্রায় ৫ বছর আগে বন্ধ হয়ে যাওয়া প্রকল্প ফের চালু করতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই এই প্রকল্প পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে। দীর্ঘ দিন বন্ধ থাকার পর এই প্রকল্প পুনরায় চালু করা হচ্ছে। এতে ফের নাম নথিভুক্ত করতে পারবেন সাধারণ মানুষ।
আরও পড়ুন: ‘শোভন চ্যাটার্জীর সম্পত্তির উপর আমার..’, কেন লিভ ইন রিলেশনশিপে রয়েছেন তারা? মুখ খুললেন বৈশাখী
কী এই প্রকল্প? কারা কারা পাবেন এর সুবিধা? পুনরায় যে প্রকল্পটি চালু হচ্ছে তার নাম লোকপ্রসার প্রকল্প (Lok Prasar Prakalpa)। রাজ্যের লোকশিল্পীদের আর্থিক সাহায্য প্রদানের লক্ষ্যে ২০১৪ সালে এই প্রকল্প চালু হয়েছিলো। যদিও তা ২০১৭ সালে তা বন্ধ হয়ে যায়।
২০২৩ এ এসে পুনরায় এই প্রকল্প চালু করার কথা ভাবছে রাজ্য। এর মাধ্যমে ৬০ বছরের অধিক বয়সের লোকোশিল্পীদের প্রতি মাসে ১০০০ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে। পাশাপাশি সরকারি পরিচয় পত্রও দেওয়া হয়। সূত্রের খবর ইতিমধ্যেই রাজ্যে সমস্ত জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকদের কাছে একটি করে নির্দেশিকা পৌঁছে গিয়েছে। খুব শীঘ্রই প্রকল্প ফের চালু হয়ে যাবে এমনটাই জানা যাচ্ছে।