‘আপনাকে এই পাপ সহ্য করতে হবে’! শুভেন্দুর মন্তব্যে ‘ক্ষুব্ধ’! কড়া বার্তা ফিরহাদ হাকিমের

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), অগ্নিমিত্রা পাল সহ চারজন বিজেপি বিধায়ককে। এক মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে তাঁদের। নন্দীগ্রামের বিজেপি (BJP) বিধায়কের বিরুদ্ধে সাম্প্রদায়িক মন্তব্য করার অভিযোগ উঠেছে। এবার সেই নিয়েই সরব হলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার চেয়ারম্যান ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বিরোধী দলনেতার ভূমিকার তীব্র সমালোচনা করেছেন তিনি।

‘আমাদের মাথা হেঁট হয়ে গিয়েছে’! মন্তব্য ফিরহাদের (Firhad Hakim)

গতকাল বিধানসভা থেকে সাসপেন্ড হওয়ার পর সুর চড়িয়েছিলেন শুভেন্দু। তিনি দাবি করেন, হিন্দুদের পক্ষে কথা বলার কারণে তাঁকে সাসপেন্ড হতে হয়েছে। তাই তিনি গর্ব বোধ করছেন। রাজ্যের বিরোধী দলনেতার এহেন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ফিরহাদ।

ববি (Firhad Hakim) এদিন বলেন, ‘সংবিধান বলছে, আমরা ধর্মনিরপেক্ষ হয়ে কাজ করি। যে কঠোর উন্মাদ, সেও এই ধরণের কথা বলতে লজ্জা পায়। সেই কারণে বিরোধী দলনেতার থেকে এমন কথা শুনে আমরা লজ্জিত’। শুভেন্দুর উদ্দেশে তিনি বলেন, ‘আপনাকে এই পাপ সহ্য করতে হবে, মনে রাখুন’।

আরও পড়ুনঃ বাংলায় ভোটের আগেই মুখ্য নির্বাচনী কমিশনার বদল! কে এই জ্ঞানেশ কুমার? রইল আসল পরিচয় 

বিধানসভা (West Bengal Assembly) থেকে সাসপেন্ড হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বয়কটের ডাক দিয়েছিলেন শুভেন্দু। তিনি জানান, মঙ্গলবার বিধানসভা কক্ষে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখবেন, ঠিক সেই সময় বিধানসভার বাইরে দাঁড়িয়ে তিনি বক্তৃতা দেবেন। নির্দিষ্ট সময়ের আগে দলের তরফ থেকে মানুষের কাছে ওই ফেসবুক লিঙ্ক পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

Firhad Hakim criticizes Suvendu Adhikari statement

এদিকে ফিরহাদের (Firhad Hakim) পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতাকে আক্রমণ শানিয়েছেন রাজ্যের আরেক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, ‘বিরোধী দলনেতা শপথ নিয়েছেন। তা সত্ত্বেও সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে, ধর্ম নিয়ে বিভাজন করছেন। বিরোধী দলনেতা তাঁর গরিমা নষ্ট করেছেন, তাঁর চেয়ারের সম্মান নষ্ট করেছেন’।

জানা যাচ্ছে, ইতিমধ্যেই নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে। তাঁর ‘হিন্দুত্ব’ মন্তব্যের প্রেক্ষিতেই এই নোটিশ বলে খবর। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই নোটিশ পাঠিয়েছেন।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর