গন্ডগোল! পঞ্চায়েতে BJP-কেই ভোট দিতে পারবেন না দিলীপ ঘোষ, বেজায় বিপাকে নেতা

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গের দুয়ারে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote)। আর সেই নিয়ে জোর তোড়জোড় রাজ্য জুড়ে। বর্তমানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিভাবে পায়ের তলার মাটিটা আরও খানিক শক্ত করা যায় সেই চিন্তায় মরিয়া সকল রাজনৈতিক দল। এরই মাঝে বেজায় অস্বস্তিতে পড়লেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আসন্ন পঞ্চায়েত ভোটে দিলীপবাবুর গ্রামের একটি বুথে প্রার্থীই দিতে পারল না রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি (BJP)। অন্যদিকে ঘটনাচক্রে, যে বুথে গেরুয়া শিবির প্রার্থী দিতে ব্যর্থ সেই বুথেই ভোট দেন দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, দিলীপ ঘোষ ঝাড়গ্রামের (Jhargram) গোপীবল্লভপুরের কুলিয়ানা গ্রামের বাসিন্দা। সেই গ্রামে পঞ্চায়েতের মোট ১৩টি আসন রয়েছে। এর মধ্যে কুলিয়ানা সংসদে দু’টি বুথ রয়েছে। সেই দু’টি বুথের মধ্যে ২৫ নম্বর বুথটিতে ভোট দেন ঘোষবাবু। আর সেই বুথেই প্রার্থী দিলে অক্ষম বিজেপি। তবে দিলীপের বুথ বাদ দিয়ে কুলিয়ানার ১৩টি বুথের মধ্যে বাকি ১২টি বুথেই প্রার্থী দিয়েছে বিজেপি।

খোদ দিলীপের বুথের এই চিত্র কেন! সেই বুথে কেন প্রার্থী খুঁজে পাওয়া গেল না, এই সকল বিষয়ে অবশ্য কোনও মন্তব্য করতে চায়নি জেলা নেতৃত্ব। আর এই নিয়েই জোর চর্চা রাজনৈতিক মহলে। গেরুয়া শিবিরকে কটাক্ষ করতেও সময় ব্যয় করেনি তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)।

গোপীবল্লভপুর ২ ব্লক তৃণমূলের সভাপতি টিঙ্কু পাল বলেন, ‘‘দিলীপ ঘোষের নিজের বুথেই বিজেপি প্রার্থী দিতে পারেনি। এর থেকে তো স্পষ্ট বোঝা যায়, মানুষ বিজেপিকে বিশ্বাস করে না!’’ শাসকদলের কথায়, সাধারণ মানুষ যে বিজেপির সঙ্গে নেই, এই চিত্র থেকেই তা একেবারে স্পষ্ট। যদিও বিরোধীদের কটাক্ষের জবাব দিয়েছেন বিজেপি সাংসদ।

এই বিষয়ে দিলীপবাবু বলেন, ‘‘গত বছরেও ওখানে আমরা ৪০০-র বেশি ভোটে জিতেছিলাম। আমি অনেক দিন ওদিকে যাইনি। সে কারণে খোঁজও নিতে পারিনি। শুনলাম দল প্রার্থী দিতে পারেনি। খোঁজ নেব। অনেক এদিক-ওদিক হয়েছে।’’

dilip ghosh

গোপীবল্লভপুরের বিজেপি মণ্ডল সভাপতি তাপস শুই অবশ্য বলেন, ‘‘একটি বুথ বাদ দিয়ে সব বুথেই প্রার্থী দেওয়া হয়েছে। ওই বুথ এলাকায় কিছু সমস্যা রয়েছে। সেই কারণে প্রার্থী ঠিক করেও মনোনয়ন দেওয়া হয়নি। তবে এ বারেও বিজেপির দখলেই থাকবে গ্রাম পঞ্চায়েত। দিলীপ ঘোষকে সন্মান করি।’’

যদিও এর জন্য সাংগঠনিক দুর্বলতাকেই দায়ী করেছেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম। তার কথায়, এটা পুরোটাই দলের সাংগঠনিক দুর্বলতা। দিলীপবাবুর বুথে যে প্রার্থী দেওয়া হয়নি, সেই বিষয়ে দলের কেউ আমাকে কিছু বলেননি। জেলার সংগঠনের দায়িত্বে যারা আছেন, তারা বলেছিলেন, সব জায়গায় প্রার্থী বাছাই হয়ে গিয়েছে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর