মমতার পুলিশ দেহরক্ষীর জবরদস্তি পাগড়ি খুলে শিখদের অপমান করেছে, দাবি বিজেপির

 বাংলা হান্ট ডেস্কঃ  গতকাল বিজেপি যুব মোর্চা দ্বারা করা নবান্ন অভিযান নিয়ে একের পর এক অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। গতকালই বিজেপির তরফ থেকে অভিযোগ করে বলা হয়েছিল যে, পুলিশ বিজেপির শান্তিপূর্ণ মিছিলে ছাদ থেকে বোমা ছুঁড়ে বিজেপির কর্মীদের আহত করেছে। আরেকদিকে পুলিশ বিজেপির উপর পাল্টা অভিযোগ করে বলে যে, বিজেপির মিছিলে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। জানিয়ে দিই, বলবিন্দর সিং নামের একজনকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে যে, বলবিন্দর সিং বিজেপির এক নেতার দেহরক্ষী।

এবার বিজেপির নেতা তেজিন্দর সিং বজ্ঞা মমতার সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন যে, মমতার পুলিশ শিখ ধর্মের অপমান করেছে। বিজেপি নেতা ট্যুইট করে লিখেছেন, এই ঘটনা ১৯৮৪ এর শিখ বিরোধী দাঙ্গার কথা মনে করিয়ে দিচ্ছে। মমতার পুলিশ এক শিখ ভাইয়ের পাগড়ি খুলে দিয়ে তাঁর কেশের অপমান করেছে। এই দেশ স্বাধীন করায় সবথেকে বেশি বলিদান দিয়েছিল শিখ ভাইয়েরা। আর তাঁদের উপর যারা এহেন অত্যাচার করেছে, তাঁদের এক মিনিটও ক্ষমতায় থাকার অধিকার নেই।

 

জানিয়ে দিই, গতকাল থেকেই বিজেপির নবান্ন অভিযান নিয়ে রাজ্যে রাজনীতির পারদ চড়ে আছে। প্রথমে আচমকাই নবান্ন বন্ধের নির্দেশ, তারপর বিজেপি কর্মীদের উপর পুলিশের হামলা এবং বোমা ছোড়া। এরপর জলের মধ্যে রঙ মিশিয়ে জলকামান দাগা। প্রতিটি ইস্যুতেই মমতা সরকারকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। আর এবার শিখ ধর্মাবলম্বী ব্যক্তির পাগড়ি খোলা নিয়ে শুরু হল নতুন বিতর্ক।

জানিয়ে দিই, গতকাল বিজেপি যুবমোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী যাদব পুলিশের বিরুদ্ধে FIR করতে জোড়াসাঁকো থানায় ধর্ণায় বসেছিলেন। তিনি পুলিশের সামনে দুটি শর্ত রেখেছিলেন, হয় এফআইআর নিন, নাহলে উর্দি খুলে তৃণমূলের ঝান্ডা ধরুন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর