West Bengal police SI answer Key and Cut Off markes 2019
বাংলা হান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের সাব ইনস্পেক্টর (west bengal police sub inspector) এবং লেডি সাব ইন্সপেক্টর পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার উত্তরপত্র প্রকাশিত হল। তাই যাঁরা এই সমস্ত পদের জন্য আবেদন করেছেন সেই সমস্ত প্রার্থী পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট initiated@policewb.gov.in কিংবা Wb police.gov.in এ গিয়ে ফলাফল দেখতে পারবেন। রাজ্য পুলিশের এসআই এবং লেডি এসআই এর পরীক্ষা শেষ হয়েছিল 3 ফেব্রুয়ারি 2019 তারিখে।
WB Police SI Cutoff Marks
Name of the Authority | West Bengal Police SI Recruitment Team |
Name of the Posts | Sub Inspector of Police SI / LSI |
Exam Date | 24.03.2019 |
Exam Time | 11:00 AM to 04:30 PM |
Official Website | wbprbsi.applythrunet.co.in |
এই পরীক্ষায় যাঁরা সফল হয়েছেন তাঁদের পরবর্তী স্তর অর্থাত্ শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং মাঠ পরীক্ষা দিতে হবে। উল্লেখ্য, মোট 5707 এই পদে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল। যে সমস্ত পরীক্ষার্থীরা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য পাশ করে যাবেন সেক্ষেত্রে তাঁদের 6 মিনিট 30 সেকেন্ড সময়সীমার মধ্যে 1600 মিটার দৌড়াতে হবে।
অন্যদিকে ইন্টারভিউয়ের নম্বর হিসেবে 15 নম্বর থাকবে। তাই শারীরিক মাপজোক এবং খেলা পরীক্ষা হয়ে যাওয়ার পর ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউয়ে পাওয়া প্রাপ্ত নম্বর তার পর লিখিত পরীক্ষার নম্বর যোগ করে তবে লিস্ট টাঙানো হবে।
WB Police cut off marks
Reservation Wise | Expected Cutoff Marks |
OC/General Candidates | 130-135 Marks |
OBC B Candidates | 124-128 Marks |
SC Candidates | 104-108 Marks |
OBC Candidates | 100-105 Marks |
ST Candidates | 85-90 Marks |
WB Police Si Answer Key 2019