‘ওরা আমাকে শিকার করল…’, মুখে কাদের নাম? গ্রেফতারির পরই বিস্ফোরক জ্যোতিপ্রিয়

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ২১ ঘন্টা টানা তল্লাশি ও জিজ্ঞাবাদের পর কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা ইডির হাতে গ্রেফতার রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। ঘড়ির কাটায় রাত ৩ টে বেজে ২০ মিনিটে তাকে নিজের বাড়ি থেকে বের করে ইডি। রেশন দুর্নীতি কাণ্ডে ব্যবসায়ী বাকিবুর রহমানের গ্রেফতারির পর এবার ইডির হাতে গ্রেফতার (Ration Scam Case) জ্যোতিপ্রিয় মল্লিক।

রাতেই মন্ত্রীকে সিজিও কমপ্লেক্সে নিজেদের দফতরে নিয়ে যায় ইডি। সিজিওতে ঢোকার হতাশায় ভেঙে পড়েন জ্যোতিপ্রিয়। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “আমি গভীর ষড়যন্ত্রের শিকার হলাম। শুধু এটুকুই বলে গেলাম। আমাকে শিকার করলেন তারা। ভারতীয় জনতা পার্টি খুব ভাল কাজ করেছে।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ মন্ত্রীর সল্টলেকের বি সি ব্লকের বাড়িতে ঢোকেন ইডির তদন্তকারী অফিসারেরা। তার BC 245, 244 বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেন। টানা জিজ্ঞাসাবাদ ও ম্যারাথন তল্লাশি চলে।

বেলা বাড়লে একদিকে যেমন জ্যোতিপ্রিয়র বাড়ির সামনে বাড়তে থাকে ভিড়। তেমনই বাড়ানো হয় নিরাপত্তা। বৃহস্পতিবার সন্ধ্যার বিধাননগর উত্তর থানার আইসি প্রতীক বসুকে ডেকে পাঠায়। এর পরই মন্ত্রীর বাড়ির রাস্তার মরে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। ঠিক কী হতে চলেছে…এই প্রশ্নেই উত্তাল ছিল রাজ্য-রাজনীতি। আর মাঝরাতেই গ্রেফতার হলেন জ্যোতিপ্রিয় মল্লিক।

jyotipriya mallick2

শুক্রবার মন্ত্রীকে আদালতে হাজির করাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ফের যেন ফিরে এল পার্থের স্মৃতি। নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর জুলাই মাসে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। আর এবার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রীকে গ্রেফতার করল ইডি।

প্রসঙ্গত সম্প্রতি রেশন দুর্নীতিকাণ্ডে রাজ্যের একাধিক জেলায় তল্লাশি চালিয়েছে ইডি। কিছুদিন আগেই ব্যবসায়ী বাকিবুর রহমানের (Bakibur Rahaman) চালকলে ও ফ্ল্যাটে পৌঁছে যান আধিকারিকরা। টানা ৫৩ ঘণ্টা অভিযানের পর ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি।

এই বাকিবুরের গ্রেফতারির পর থেকে কোথাও না কোথাও রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠে আসছিল। সেই আবহেই রেশন বণ্টন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি হানা, আর তারপর যা হল তা সকলেরই জানা। ২০২২ এর পর ২৩ এ ইডির হাতে গ্রেফতার রাজ্যের আরও এক মন্ত্রী।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X