বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের দুয়ারে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote)। আগামী ৮ জুলাই গোটা পশ্চিমবঙ্গে এক দফায় হতে চলেছে পঞ্চায়েত ভোট। তার আগেই বড় ঘোষণা রাজ্য সরকারের। ভোটের দিন ছুটি (Holiday) ঘোষণা রাজ্যের। নির্বাচন কমিশন এই ভোট পরিচালনার দায়িত্বে থাকলেও রাজ্য সরকারের পরিকাঠামোর উপর নির্ভর করেই ভোট হয়। তাই রাজ্যের ২২টি জেলার যে সমস্ত জায়গায় পঞ্চায়েত ভোট হবে, সেই সব স্থানে এনআই অ্যাক্টে ছুটি ঘোষণা নবান্নের।
গত সোমবারই এই নিয়ে নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পঞ্চায়েত ভোটের অধীনে থাকা এলাকার সরকারি, সরকারি সংস্থা, স্বয়ংশাসিত সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভোটের দিন অর্থাৎ ৮ জুলাই ছুটি থাকবে। যাতে সাধারণ মানুষজন ভোট দিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুধু তাই নয়, কোনও এলাকায় পুর্ননির্বাচন হলে সেক্ষেত্রে পঞ্চায়েত এলাকার বাসিন্দা সংস্থা থেকে ছুটি পাবেন। আবার বাণিজ্যিক, বেসরকারি সংস্থাগুলির কর্মীরা যাতে পঞ্চায়েত ভোটে অংশ নিতে পারেন এই বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি পেশ করবে শ্রম দফতর। অন্যদিকে, যে সব অফিস, শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতি ভোটগ্রহণের কাজে ব্যবহার করা হবে সেখানে বেশি ছুটি দেওয়া হয়েছে।
রাজ্য তরফে ৬-৭ জুলাই ভোটগ্রহণের কাজে ব্যবহার হওয়া সরকারি প্রতিষ্ঠানগুলিতে ছুটি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী যে সমস্ত এলাকায় পঞ্চায়েতে ভোট গ্রহণ চলবে, সেখানকার যেকোনও সরকারি সংস্থা, স্বয়ংশাসিত সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ও সংস্থায় ওই দিন ছুটি থাকবে। যদি কোনও কর্মী পঞ্চায়েত এলাকার বাইরে কাজ করেন তিনিও ওই দিন বিশেষ ছুটি পাবেন।
তবে এমনিতেই পঞ্চায়েত ভোট পড়েছে শনিবার। অনেক সরকারি অফিসই সেদিন ছুটি থাকে। কিছু কিছু সরকারি প্রতিষ্ঠান আছে যেখানে শনিবারও কাজ হয়। সরকারি স্কুলগুলিতেও শনিবার অর্ধদিবস ক্লাস হয়। তাই এনআই অ্যাক্টে অনুসারে সরকারি প্রতিষ্ঠানগুলিতে ছুটির ঘোষণা করে দেওয়া হয়েছে।