বছর শেষেই মিলল সুখবর! লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের জন্য বিরাট উদ্যোগ মমতার, খুশির হাওয়া রাজ্যে

বাংলা হান্ট ডেস্কঃ ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের মানুষের কথা মাথায় রেখে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প (Government Scheme) এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar)। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে বাংলার মহিলাদের হাতে কিছু অর্থ সাহায্য তুলে দেওয়া হয়। রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বসয়ী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার। ৬০ বছর বয়স হলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রাপকরা বার্ধক্য ভাতার (Old Age Pension Scheme) সুবিধা পেতে শুরু করেন।

লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের বয়স ৬০ বছর বয়স হলে তারা স্বয়ংক্রিয় পদ্ধতিতেই বার্ধক্য ভাতার সুবিধা পেতে শুরু করেন। অর্থাৎ এর জন্য আলাদা করে আর কোনো আবেদন করতে হয় না। বার্ধক্য ভাতার আওতায় মাসে এক হাজার টাকা করে দেওয়া হয়। এবার এই মহিলাদের জন্য এবার আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের পথে নবান্ন।

নবান্ন সূত্রে খবর, যে সকল মহিলারা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ পেতে পেতে বার্ধক্য ভাতার আওতায় আসবেন, তাদের ক্ষেত্রে এবার থেকে আয়ের ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হবে। রাজ্য সরকারের এই পদক্ষেপের ফলে রাজ্যের কয়েক লক্ষ মহিলা উপকৃত হতে চলেছেন।

‘ওল্ড এজ পেনশন’ প্রকল্পের অধীনে উপভোক্তাদের প্রতি মাসের আয় এক হাজার টাকার কম হলেই সুবিধা মেলে। তবে এবারে এই নিয়মে বদল আসতে চলেছে
যারা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতা পেতে শুরু করবেন শুধুমাত্র তাদের জন্য মাসে এক হাজার টাকা আয়ের ঊধর্বসীমা তুলে দেওয়া হচ্ছে। মন্ত্রিসভার অনুমোদন হলেই এ সংক্রান্ত নির্দেশিকা জারি করে দেওয়া হবে।

old age pension

আরও পড়ুন: ‘২০২৫ সালের ১ জানুয়ারি থেকে DA..,’ চলছে মহার্ঘ ভাতা মামলা, এরই মাঝে সামনে বড় আপডেট

উল্লেখ্য, চলতি বছরই এই প্রকল্পে সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানোর এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। সূত্রের আরও ৫০ হাজার বৃদ্ধ-বৃদ্ধাদের এই প্রকল্পের সুবিধা দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর