বাংলাহান্ট ডেস্কঃ রাজ্য রাজনীতিতে আজ সবথেকে গুরুত্বপূর্ণ দিন। আজ বাংলার ২৯২ আসনে আজ গণনা হচ্ছে। ২০১১ আর ২০১৬ সালে বাংলায় ক্ষমতা দখল করা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আজকের দিন সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ বাংলায় মমতার শাসন ক্ষমতা কেড়ে নিতে উঠেপড়ে লেগেছিল বিজেপি। শয়ে শয়ে বিজেপির নেতা বাইরের রাজ্য থেকে এসে বাংলায় পড়েছিল। তবুও দমানো যায়নি মুখ্যমন্ত্রীকে। তিনি আঘাত প্রাপ্ত অবস্থায় রাজ্যে নির্বাচনী প্রচার চালিয়ে গিয়েছেন।
আজ ওনার অক্লান্ত সেই পরিশ্রম হয়ত সফলের পথে। ২৯২টি কেন্দ্রের প্রাথমিক গণনা অনুযায়ী ১৯৪ আসনেই এগিয়ে তৃণমূল, আরেকদিকে বিজেপি এগিয়ে মাত্র ৯৩ আসনে। সংযুক্ত মোর্চা এগিয়ে ৫ আসনে। ভোট কুশলী প্রশান্ত কিশোর নির্বাচনের আগেই দাবি করেছিলেন যে, বিজেপি যতই লাফাক না কেন, এবার বাংলায় তাঁরা ১০০ আসনও পাবে না।
এমনকি প্রশান্ত কিশোর এও বলেছিলেন যে, বিজেপি ১০০ আসন পেলে তিনি নিজের কাজ ছেড়ে দেবেন। তবে প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, বিজেপি এখনও ১০০-র গণ্ডি পার করতে পারেনি। ব্যালট গণনার সময় বিজেপি আর তৃণমূলের হাড্ডাহাড্ডির লড়াই হলেও ইভিএম খোলার পর থেকেই তৃণমূলের খেলা শুরু। ধীরে ধীরে পিছিয়ে পড়ছে বিজেপি।
তবে এবারের নির্বাচনের হটস্পট বলে পরিচিত নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর থেকে পিছিয়ে।