বাংলা হান্ট ডেস্কঃ ডিএ (Dearness Allowance) মামলায় সুপ্রিম কোর্টে জয় এখনও পায়নি সরকারি কর্মীরা। শুধু পেয়েছে একাধিক তারিখ। আগামী বুধবার (১৪ মে) সর্বোচ্চ আদালতে ডিএ মামলা উঠবে বলে জানানো হয়েছিল। গত শুনানির তারিখে মামলা না ওঠার কারণ হিসেবে জানানো হয়েছিল অন্য একটি জরুরি মামলায় ব্যস্ত থাকার কারণে ডিএ মামলার (DA Case) শুনানি সম্ভব হয়নি।
DA মামলা নিয়ে সুখবর? Dearness Allowance
ডিএ মামলার পরবর্তী শুনানি নিয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, সুপ্রিম কোর্টের কজলিস্টে জানানো হয়েছে শীর্ষ আদালতের ১৫ নম্বর কক্ষে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটি উঠতে চলেছে। যার সিরিয়াল নম্বর রয়েছে ৪০।
মলয়বাবু আরও জানান, বুধবার দুপুর দুটোয় বকেয়া ডিএ মামলাটি শোনার কথা আছে। সেই মামলা শোনার জন্য মোটামুটি ৫৫ মিনিট মতো সময় থাকবে। কারণ দুপুর তিনটে থেকে বিকেল চারটে পর্যন্ত একটি স্পেশাল বেঞ্চে অন্য মামলা শুনবেন বিচারপতি কারোল। তাই অনুমান করা হচ্ছে এই মামলার জন্য ৫৫ মিনিট পর্যন্ত সময় থাকবে।
কনফেডারেশনের সাধারণ সম্পাদকের আরও দাবি, ২০-২৫ মিনিটের মধ্যেই ডিএ মামলার শুনানি হয়ে যেতে পারে। সেই পরিস্থিতিতে আগামী শুনানিতে এই মামলার ফয়সালা হয়ে যেতে পারে বলে আশাবাদী তিনি। যদিও তিনি বলেছেন, ‘ডিএ মামলা আবারও পূর্বের (২০২৫ সালের ২৫ মার্চ) অবস্থাতেই ফিরে এসেছে।’
আরও পড়ুন: এখনও জারি রয়েছে “অপারেশন সিঁদুর”, জানিয়ে দিল বায়ু সেনা! এবার বড় অ্যাকশনের পথে ভারত?
প্রসঙ্গত, এর আগে কনফেডারেশনের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য দাবি করেছিলেন যে, মাত্র ১৫ মিনিটের মধ্যেই ডিএ মামলার ফয়সালা হয়ে যেতে পারে। এর আগে ডিএ মামলা পিছিয়ে যাওয়ায় সরকারি কর্মচারী পরিষদের রাজ্য সভাপতি দেবাশিস শীল হতাশা প্রকাশ করে বলেছিলেন, “আবার একটি তারিখ পড়ল।” কিন্তু তিনি আশাবাদী।
ভিডিও দেখুন: https://www.youtube.com/live/UeV-MKPFA-8?si=PZMkhWg6paEXWUAl
জোর গলায় তিনি দাবি করেছিলেন, “আমরা এখনও বলছি যে রাজ্য সরকারের খেলা শেষ হয়ে এসেছে। এই মামলার শুনানি হবেই। রাজ্য সরকারের মুখ পুড়বে। পশ্চিমবঙ্গের সরকারী কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, পেনশনাররা জয় পাবেন।”