বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছুমাস ধরে নিয়োগ দুর্নীতি ইস্যুতে তোলপাড় রাজ্য। এরই মাঝে প্রাথমিকের শিক্ষক (Primary Teacher) নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি (Notice) প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০১৪ সালে প্রাথমিক টেটে (TET) ৮২ নম্বর পেয়ে উত্তীর্ণদের ইন্টারভিউ সংক্রান্ত নোটিশ দিল পর্ষদ। এরফলে আরও একবার আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।
তবে কাদের জন্য এই বিশেষ বিজ্ঞপ্তি? প্রাথমিক শিক্ষা পর্ষদ তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, টেট পরীক্ষায় ৮২ নম্বর পাওয়া ২০১৪ প্রাইমারি টেট চাকরি প্রার্থীদের এই সুযোগ দেওয়া হয়েছে। এই প্রার্থীদের মধ্যে যারা নিয়োগের জন্য এখনও আবেদন করতে পারেননি তাদের পুনরায় আবেদন করার জন্য ২৪ ঘন্টা সময় দেওয়া হল।
ফের একবার সুযোগ পেয়ে খুশি চাকরিপ্রার্থীরা। কলকাতা হাইকোর্ট তরফে নির্দেশ দেওয়ার পরই ২০১৪ সালে টেট উত্তীর্ণ সংরক্ষিত শ্রেণিভুক্ত প্রার্থীরা যারা ৮২ পেয়েছেন তাদের ইন্টারভিউয়ের বিজ্ঞপি দিলে প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ গতকাল, অর্থাৎ সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে ২৮ মার্চ, রাত ১১.৫৯ পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
প্রসঙ্গত, সেন্ট্রাল থেকে যে টেট হয় তাতে ৮২ নম্বর পেলে সংরক্ষিত প্রার্থীরা উত্তীর্ণ হন। তাদের যোগ্য প্রার্থী হিসাবে গন্য করা হয়। তবে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ তরফে এই সুযোগ ছিল না। এরপর চাকরিপ্রার্থীদের তরফে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৮২ পাওয়া সংরক্ষিত প্রার্থীদের পাশ বলে গণ্য করার নির্দেশ দেন।
পর্ষদ তরফে এক বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছিল, ২৪ মার্চের মধ্যে পর্ষদের দু’টি ওয়েবসাইটে গিয়ে এই সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপর গতকাল আরও একদিনের সময়সীমা বাড়ানো হল। পর্ষদ সভাপতি গৌতম পাল জানান, ৮২ পেয়ে টেট ২০১৭ উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ হয়ে গিয়েছে। এরপরও কোনও প্রার্থী আবেদন করতে চাইলে পর্ষদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। উল্লেখ্য, টেট ২০১৪-তে ৮২ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন ৭,৬৬৫ জন। অন্যদিকে, টেট ২০১৭-য় ৮২ নম্বর পেয়ে উত্তীর্ণ হন ৭২২ জন প্রার্থী।