বাংলা হান্ট ডেস্কঃ গতবছর থেকে শিক্ষক দুর্নীতির (Teacher Recruitment Scam) দায়ে জর্জরিত রাজ্য। নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য সহ আরও অনেকে। তদন্ত যতই এগোচ্ছে দিনদিন আরও কেলেঙ্কারি ফাঁস হচ্ছে। এই অবহেই এবার CBI তরফে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আরও বিস্ফোরক দাবি তোলা হল।
এমনিতেই টেট (Primary TET) নিয়ে অভিযোগের শেষ নেই। এরই মধ্যে ৯৬ জন শিক্ষকের একটি তালিকা তৈরি করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এরা ২০১৪ সালের টেটে পাশই করেননি। টেট পাশ না করেই শিক্ষকের চাকরি করে চলেছেন।
এখানেই শেষ নয়, গোয়েন্দাদের দাবি এদের মধ্যে চারজন শুধুমাত্র টাকার বিনিময়ে চাকরিতে ঢুকেছেন। গতকাল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই প্রসঙ্গ উঠলে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি। শোরগোল পড়ে যায় হাইকোর্টে বিচারপতি সিনহার এজলাসে।
আরও পড়ুন: পুজোর আগেই সরকারের বড় ঘোষণা! ভাতা বাড়লো সরকারি কর্মীদের, কারা কারা পাবেন?
অভিযোগের ভিত্তিতে ময়দানে নেমেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board Of Primary Education)। ইতিমধ্যেই ডিপিএসসি মারফত ওই ৯৬ জন শিক্ষককে চিঠি পাঠিয়েছে পর্ষদ। অভিযুক্ত শিক্ষকদের ২০১৪ সালে নিজেদের টেট পাশ করার প্রামাণ্য নথি পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে পর্ষদ তরফে ওই শিক্ষকদের আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে টেট পাশের নথি নিয়ে পর্ষদের অফিসারের কাছে হাজির হতে বলা হয়েছে।
আরও পড়ুন: প্রাথমিকে নিয়োগ নিয়ে বড় খবর! পুজোর আগেই ১৩০০০ চাকরি, কপাল খুলবে এই প্রার্থীদের
অন্যদিকে ৪৬ জন অপ্রশিক্ষিত শিক্ষকদেরও একটি তালিকা সামনে এনেছে সিবিআই। তদন্তকারীদের দাবি, এই শিক্ষকরা সকলেই অপ্রশিক্ষিত। পর্ষদ তরফে ইতিমধ্যেই ওই ৪৬ জন প্রাথমিক শিক্ষককেও ডিপিএসসি মারফত চিঠি পাঠানো হয়েছে। তাদেরও ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের ওই ৪৬ জনকে নিজেদের প্রশিক্ষণের সার্টিফিকেট নিয়ে পর্ষদের অফিসারের সঙ্গে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে।