মাধ্যমিকে ১২,০০০ খাতায় যোগে গণ্ডগোল! চরম পদক্ষেপ পর্ষদের, ‘শাস্তি’র মুখে ১৩০০ শিক্ষক

বাংলা হান্ট ডেস্কঃ যে কোনও শিক্ষার্থীর জীবনে মাধ্যমিক পরীক্ষার গুরুত্ব প্রচুর। পড়ুয়াদের জীবনের প্রথম বড় পরীক্ষা হিসেবে গন্য করা হয় এটিকে। তবে অনেক সময় এই পরীক্ষাগুলির রেজাল্ট বেরনোর পর দেখা যায়, পরীক্ষার্থীরা নিজেদের নম্বরে সন্তুষ্ট নয়। যে কারণে রিভিউ, স্ক্রুটিনি করতে দেন তাঁরা। এবারও রিভিউ, স্ক্রুটিনি করতে দিয়ে নম্বর বেড়েছে বহু শিক্ষার্থীর। এবার এই নিয়েই বড় সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)।

গত সপ্তাহেই পর্ষদের তরফ থেকে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Examination) রিভিউ এবং স্ক্রুটিনি ফলাফল প্রকাশ করা হয়েছে। এরপরেই সামনে আসে এক চাঞ্চল্যকর তথ্য। দেখা যায়, মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Pariksha) উত্তরপত্র মূল্যায়নের যোগ ভুল করার কারণে ১২,০০০ পরীক্ষার্থীর নম্বর সংশোধন করতে হয়েছে। এই বিষয়টি সামনে আসতেই এবার শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education)।

জানা যাচ্ছে, উত্তরপত্র মূল্যায়নের যোগ ভুল করার জন্য ১৩০০-র অধিক শিক্ষককে ‘সতর্ক’ করেছে পর্ষদ। একইসঙ্গে এর বাইরে বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষিকাকে তলব করা হয়েছে বলে খবর। মূল্যায়নকারী শিক্ষক-শিক্ষিকাদের মধ্যশিক্ষা পর্ষদের অফিসে ডাকা হয়েছে। মূলত পরীক্ষার্থীদের উত্তরপত্রের নম্বর যোগ করতে যাদের ভুল হয়েছে পর্ষদের তরফ থেকে তাঁদের তলব করা হচ্ছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ কারচুপির দিন শেষ! পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে ‘চরম পদক্ষেপ’ নিল পশ্চিমবঙ্গ সরকার

মাধ্যমিক (Madhyamik) পরীক্ষার খাতা দেখায় একগুচ্ছ ভুল। শুধুমাত্র নম্বর যোগে সমস্যা দেখা দিয়েছে ১২,৪৬৮টি উত্তরপত্রে। এবারের পরীক্ষায় স্ক্রুটিনির পর সর্বাধিক ২২ নম্বর অবধি বেড়েছে। ফলে স্বাভাবিকভাবেই মেধাতালিকাতেও পরিবর্তন হয়েছে।

Madhyamik Examination

চারজন মাধ্যমিক পরীক্ষার্থীর মেধাতালিকায় স্থান বদল হয়েছে। অন্যদিকে আবার প্রথম দশজনের মেধাতালিকায় আরও ৭জন পড়ুয়া ঢুকে পড়েছে। শুক্রবার একটি সাংবাদিক বৈঠকে এই বিষয়ে ঘোষণা করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে ২০২৫ মাধ্যমিকের দিনক্ষণও ঘোষণা করেন তিনি। আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১০ ফেব্রুয়ারি থেকে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর