১৮ মে অবধি সময়! মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর! রেজাল্টের পরেই নয়া বিজ্ঞপ্তি জারি পর্ষদের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার প্রকাশিত হয়েছে ২০২৫ সালের মাধ্যমিকের (Madhyamik 2025) ফলাফল। দিনক্ষণ আগেই ঘোষণা হয়েছিল। সেই অনুযায়ী সকাল থেকেই ওয়েবসাইটের দিকে নজর ছিল পরীক্ষার্থীদের। বেলা গড়াতেই সামনে আসে মেধাতালিকা সহ সকলের রেজাল্ট (Madhyamik Result 2025)। ফলাফল দেখে অনেকে যেমন খুশি হয়েছেন, তেমনই বহু পরীক্ষার্থী আবার সন্তুষ্ট নন। অনেকেই রিভিউ কিংবা স্ক্রুটিনি করতে দেওয়ার কথা ভাবছেন। কীভাবে করতে হবে সেই কাজ? এবার বিজ্ঞপ্তি দিয়ে জানাল মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)।

পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় মাধ্যমিকের (Madhyamik 2025) ফলপ্রকাশ!

চলতি বছর ১০ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক শুরু হয়েছিল, শেষ হয়েছে ২২ ফেব্রুয়ারি। এবারের পাশের হার ৮৬.৫৬%। যা কিনা গত বছরের তুলনায় বেশি। প্রথম দশের মধ্যে স্থান করে নিয়েছেন ৬৬ জন পরীক্ষার্থী। তবে এমনও অনেকে রয়েছেন যাদের আশানুরূপ ফলাফল হয়নি। অনুত্তীর্ণের সংখ্যাও নেহাত কম নয়। এবার তাঁরা চাইলে নিজেদের উত্তরপত্র রিভিউ অথবা স্ক্রুটিনি করতে দিতে পারেন।

গতকাল মাধ্যমিকের (Madhyamik) ফলপ্রকাশের পরেই একটি বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ। মাধ্যমিক পরীক্ষার্থীরা কীভাবে স্ক্রুটিনি তথা নম্বর যাচাই ও রিভিউ তথা খাতা পুনরায় মূল্যায়নের জন্য আবেদন করতে পারবে, সেই বিষয়ে বিশদে লেখা আছে সেখানে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়ারা স্ক্রুটিনি ও রিভিউ দুইয়ের জন্য আবেদন করতে পারবে। তবে অনুত্তীর্ণদের কাছে কেবলমাত্র খাতা রিভিউয়ের বিকল্পই রয়েছে।

আরও পড়ুনঃ ‘আমি যে সৌজন্য দেখিয়েছি মমতা ব্যানার্জি তা দেখাতে পারেননি’! ফের বিস্ফোরক দিলীপ ঘোষ

মাধ্যমিক পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট বিদ্যালয়ের মাধ্যমে অনলাইনে এই প্রক্রিয়ার জন্য আবেদন করতে পারবে। কোন পোর্টালে গিয়ে আবেদন করতে হবে সেটাও জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। রিভিউ ও স্ক্রুটিনির জন্য কত টাকা লাগবে, কতদিনের মধ্যে আবেদন জানাতে হবে সেসবকিছুও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Madhyamik 2025

পর্ষদ জানিয়েছে, অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা খাতা পুনরায় মূল্যায়ন করাতে চাইলে তাঁদের বিষয় প্রতি ১০০ টাকা করে জমা করতে হবে। উত্তীর্ণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে নম্বর যাচাইয়ের ক্ষেত্রে প্রত্যেক বিষয়ের জন্য ৮০ টাকা করে দিতে হবে। মাধ্যমিকের রেজাল্টের জেরক্স, নাম, রোল নম্বর জানিয়ে স্কুলের মাধ্যমে ছাত্রছাত্রীদের আবেদন জানাতে হবে। কেউ যদি ব্যক্তিগতভাবে আবেদন জানায় তাহলে সেটা গ্রাহ্য হবে না বলে জানিয়েছে পর্ষদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যালয়গুলি যদি চায়, তাহলে পরীক্ষার্থী পিছু ২ টাকা করে নিতে পারে। ইচ্ছুক পরীক্ষার্থীদের ২ মে বিকেল ৪টে থেকে ১৮ মে বিকেল ৫টার মধ্যে সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে রিভিউ, স্ক্রুটিনির জন্য আবেদন জানাতে হবে।

উল্লেখ্য, চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik 2025) রাজ্যে প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের আদৃত সরকার। ৬৯৬ পেয়েছে সে। শতাংশের নিরিখে বলা হলে ৯৯.৪৬%। দ্বিতীয় স্থানে রয়েছে সৌম্য পাল ও অনুপম বিশ্বাসের নাম। দু’জনেই ৬৯৪ পেয়েছে। ৬৯৩ পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে ঈশানী চক্রবর্তী।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X