মাধ্যমিকে প্রথম আদৃত! প্রথম দশে কতজনের নাম? রইল সম্পূর্ণ মেধাতালিকা

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ ১০ ফেব্রুয়ারি শুরু হয়েছিল ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam), শেষ হয় ২২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হওয়ার ৬৯ দিনের মাথায় প্রকাশিত হল ফলাফল (WBBSE Madhyamik Result 2025)। গতবছরের তুলনায় এই বছর পাশের হার বেশি। ৮৬.৫৬% শতাংশ পড়ুয়া এবার পাশ করেছে। প্রথম স্থান দখল করেছে উত্তর দিনাজপুরের ছাত্র আদৃত সরকার। সে পেয়েছে ৬৯৬। প্রথম দশে রয়েছে ৬৬ জন পরীক্ষার্থীর নাম। এক ঝলকে দেখে নেওয়া যাক সম্পূর্ণ মেধাতালিকা।

মাধ্যমিক ২০২৫ মেধাতালিকা (WBBSE Madhyamik Result 2025)

প্রথম

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র আদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬। শতাংশের নিরিখে ৯৯.৪৬%।

দ্বিতীয়

বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের সৌম্য পাল। প্রাপ্ত নম্বর ৬৯৪

মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়া অনুভব বিশ্বাস। অনুভবেরও প্রাপ্ত নম্বর ৬৯৪।

তৃতীয়

বাঁকুড়ার কোতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশানী চক্রবর্তী। প্রাপ্ত নম্বর ৬৯৩।

আরও পড়ুনঃ স্থানীয়দের মধ্যেই লুকিয়ে গুপ্তচর! শাল-ঘোড়াওয়ালারাই অস্ত্র দেয় জঙ্গিদের? বিষ্ফোরক দাবি করলেন নিহত শুভমের স্ত্রী

চতুর্থ

কন্টাই মডেল ইনস্টিটিউটের ছাত্র সুপ্রতীক মান্না (৬৯২)।

নিরোল উচ্চ বিদ্যালয়ের ছাত্র মহঃ সেলিম (৬৯২)

পঞ্চম

ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশনের পড়ুয়া দীপ্তজিৎ ঘোষ। এই ছাত্র পেয়েছে ৬৯১।

নরেন্দ্রপুর আর কে মিশন বিদ্যালয়ের ছাত্র সোমতীর্থ করণ। প্রাপ্ত নম্বর ৬৯১।

গৌরহাটি হরদাস ইনস্টিটিউটের পড়ুয়া সিঞ্চন নন্দী। সে পেয়েছে ৬৯১।

কামারপুকুর আর কে মিশন মাল্টিপারপাস স্কুলের ছাত্র চৌধুরী মহঃ আসিফ। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯১।

ষষ্ঠ

টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুলের পড়ুয়া অঙ্কন মণ্ডল। প্রাপ্ত নম্বর ৬৯০।

সারদা বিদ্যাপীঠ উচ্চবিদ্যালয়ের ছাত্র অভ্রদীপ মণ্ডল। প্রাপ্ত নম্বর ৬৯০।

ফালাকাটা উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া অউন্‌চ দে (৬৯০)।

বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়ের ছাত্র জ্যোতি প্রসাদ চট্টোপাধ্যায় (৬৯০)।

গোরাসোলে মুরালিধর হাই স্কুলের পড়ুয়া রুদ্রানীল মাসান্তা (৬৯০)

Will Madhyamik Exam will prepone due to WB Assembly Elections 2026

সপ্তম

গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ের অঙ্কন বসাক। প্রাপ্ত নম্বর ৬৮৯।

ফালাকাটা উচ্চ বিদ্যালয়ের দেবার্ঘ্য দাস (৬৮৯)।

বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চবিদ্যালয়ের আরিত্রা দে (৬৮৯)

অমরগড় উচ্চ বিদ্যালয়ের সোরিন রায় (৬৮৯)।

বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের দেবাদৃতা চক্রবর্তী (৬৮৯)।

অষ্টম

রায়গঞ্জের সারদা বিদ্যামন্দিরের সত্যম সাহা। এই পড়ুয়া পেয়েছে ৬৮৮।

জয়েনপুর উচ্চ বিদ্যালয়ের আসিফ মেহবুব (৬৮৮)।

তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাইস্কুলের অনির্বাণ দেবনাথ (৬৮৮)।

রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের মোঃ ইনজামাম উল হক (৬৮৮)।

রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যালয়ের অরিত্র সাহা (৬৮৮)।

টার্গেট পয়েন্ট (আর) স্কুল উচ্চ বিদ্যালয়ের মোঃ ইনজামাম উল হক (৬৮৮)।

বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চবিদ্যালয়ের শুভ্রা সিংহ মহাপাত্র (৬৮৮)।

রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের স্পন্দন মৌলিক (৬৮৮)।

রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের অরিজিৎ মণ্ডল (৬৮৮)।

নবনালন্দা শান্তিনিকেতন হাইস্কুলের শ্রীজয়ী ঘোষ (৬৮৮)।

কংসাবতী শিশু বিদ্যালয়ের সৌপ্তিক মুখোপাধ্যায় (৬৮৮)।

বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুলের পাঁপড়ি মণ্ডল (৬৮৮)।

মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়ের অরিত্র সাঁতরা (৬৮৮)।

বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠের উদিতা রায় (৬৮৮)।

রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের অবন্তিকা রায় (৬৮৮)।

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের পুষ্পক রত্নম (৬৮৮)।

আরও পড়ুনঃ রবিবার পর্যন্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে, আজ কোন কোন জেলায় ঝড়-জল? এক নজরে আবহাওয়ার খবর

নবম

তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাইস্কুলের দেবাঙ্কন দাস। এই পড়ুয়ার প্রাপ্ত নম্বর ৬৮৭।

বালুরঘাট হাইস্কুলের পড়ুয়া অনিক সরকার (৬৮৭)।

কালিয়াগঞ্জ সরলাসুন্দরী উচ্চবিদ্যালয়ের মৃনয় বসাক (৬৮৭)।

বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুলের অরিত্রী মণ্ডল (৬৮৭)।

বর্ধমান মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের পরমব্রত মণ্ডল (৬৮৭)।

দুবরাজপুর শ্রী শ্রী সারদেশ্বরী বিদ্যামন্দিরের দিশা ঘোষ (৬৮৭)।

কাঁকুরিয়া দেশবন্ধু উচ্চ বিদ্যালয়ের ময়ূখ বসু (৬৮৭)।

কামারপুকুর আর কে মিশন মাল্টিপারপাস স্কুলের অয়ন নাগ (৬৮৭)।

বেলদা গঙ্গাধর অ্যাকাডেমির অঙ্কুশ জানা (৬৮৭)।

কন্টাই মডেল ইনস্টিটিউটের ঐশিক জানা (৬৮৭)।

বিবেকনন্দ মিশন আশ্রম শিক্ষায়তনের দ্যুতিময় মণ্ডল (৬৮৭)।

শান্তিপুর মিউনিসিপ্যাল হাইস্কুলের প্রজ্জল দাস (৬৮৭)।

জাঙ্গিপাড়া বালিকা বিদ্যালয়ের তানাজ সুলতানা (৬৮৭)।

প্রফুল্ল নগর বিদ্যামন্দিরের অনিশ দাস (৬৮৭)।

দশম

মোজামপুর গার্লস হাই স্কুলের আমিনা বানু। প্রাপ্ত নম্বর ৬৮৬।

রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের কৌস্তভ সরকার (৬৮৬)।

সুজাপুর উচ্চ বিদ্যালয়ের উবে সাদাফ (৬৮৬)।

বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রিয়ম পাল (৬৮৬)।

বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়ের তুহিন হালদা (৬৮৬)।

কোটাসুর উচ্চবিদ্যালয়ের দেবায়ন ঘোষ (৬৮৬)।

গিরিজোর সাঁওতাল উচ্চবিদ্যালয়ের এসকে আরিফ মণ্ডল (৬৮৬)।

কাসেমনগর বিএনটিপি গার্লস হাই স্কুলের স্বাগতা সরকার (৬৮৬)।

নবনালন্দা শান্তিনিকেতন হাইস্কুলের সম্যক দাস (৬৮৬)।

চিলাডাঙী রবীন্দ্র বিদ্যাবীথির অয়ন্তিকা সামন্ত (৬৮৬)।

তমলুক হ্যামিল্টন উচ্চবিদ্যালয়ের সমন্বয় দাস (৬৮৬)।

ধন্যশ্রী কে সি উচ্চবিদ্যালয়ের বিশ্রুত সামন্ত (৬৮৬)।

মহিষাদল রাজ উচ্চবিদ্যালয়ের সোহম সাঁতরা (৬৮৬)।

পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের সায়ন বেজ (৬৮৬)।

সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের সৌভিক দিন্দা (৬৮৬)।

মজিলপুর জে এম ট্রেনিং স্কুলের রাহুল রেক্টিয়াজ (৬৮৬)।

জানা যাচ্ছে, এই বছরের মাধ্যমিকের (WBBSE Madhyamik Result 2025) পাশের হারের নিরিখে প্রথমে রয়েছে পূর্ব মেদিনীপুর। এরপর রয়েছে যথাক্রমে কালিম্পং, কলকাতা ও পশ্চিম মেদিনীপুরের নাম।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X