বাংলা হান্ট ডেস্কঃ হাতে আর মাত্র এক মাস সময়। তারপরেই আগামী ১০ ফেব্রুয়ারি থেকই শুরু হয়ে যাবে মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা। তার আগে এই নিয়ে তৃতীয়বার পরীক্ষার্থীদের নাম রেজিস্ট্রেশনের জন্য পোর্টাল চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এখনও পর্যন্ত যদি কারও রেজিস্ট্রেশন না হয়ে থাকে তাহলে তাদের আরো একবার সুযোগ দিচ্ছে পর্ষদ।
মাধ্যমিকের (Madhyamik 2025) রেজিস্ট্রেশনের জন্য পোর্টাল চালু করছে পর্ষদ
রেজিস্ট্রেশনের জন্য পোর্টাল চালু করার কথা জানিয়ে পর্ষদের তরফে ঘোষণা করা হয়েছে আগামী ৬ জানুয়ারি সকাল ১১ টা থেকে ৭ জানুয়ারি সকাল ১১ টা পর্যন্ত এই পোর্টাল চালু রাখা হবে। এর আগে পর্ষদের তরফে প্রথম দফায় ১৮ ডিসেম্বর এবং দ্বিতীয় দফায় ৩ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে মোট ৯.,২৮১ টি স্কুলে। তবে এখনও পর্যন্ত নাম নথিভুক্ত করতে পারেনি বহু পড়ুয়া। তাঁদের কথা ভেবেই এবার শেষবারের মতো আরও একদিনের জন্য রেজিস্ট্রেশনের পোর্টাল চালু করে দিচ্ছে পর্ষদ।
তৃতীয়বার পোর্টাল চালু করার বিষয়ে রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের প্রতিক্রিয়া একেক রকম। সময়মতো রেজিস্ট্রেশন সম্পন্ন না হওয়ার জন্য কেউ কেউ দায়ী করেছে স্কুলের গাফিলতিকে। তাছাড়া পরীক্ষা দোরগোড়ায় এলেও ছাত্র-ছাত্রীদের মতোই অভিভাবকদের মধ্যেও এখনও রেজিস্ট্রেশনের পাশাপাশি মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা নিয়ে রয়েছে গা-ছাড়া ভাব। যদিও তাদের সচেতন করতে পর্ষদের তরফ থেকে বারবার বিভিন্ন বিজ্ঞপ্তি এবং নির্দেশিকা জারি করা হচ্ছে।
আরও পড়ুন: মাধ্যমিক পরিচালনায় বিরাট বদল! পর্ষদের নির্দেশ ঘিরে ক্ষোভ শিক্ষকমহলে
যোধপুরের একটি স্কুলের প্রধান শিক্ষক এপ্রসঙ্গে জানিয়েছেন অন্যান্য বোর্ডের মতই পরীক্ষা (Madhyamik) ব্যবস্থাকে আরও উন্নত পরিকাঠামোর আওতায় নিয়ে আসতে চাইছে মধ্যশিক্ষা পর্ষদ। তবে সকলেরই আশাবাদী আগামী দু-তিন বছরের মধ্যেই শহরতলি এবং গ্রামের স্কুলগুলিও এই বিষয়ে আরও সড়গড় হয়ে উঠবে। পর্ষদের তরফে যদিও অনলাইন রেজিস্ট্রেশনের খুঁটিনাটি সমস্তটাই শিখিয়ে দেওয়া হচ্ছে স্কুলগুলিকে। তারপরেও প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হচ্ছে বহু স্কুল।
সার্ভার ডাউন থাকার কারণে নাম রেজিস্ট্রেশনেও অনেক সময় লেগে যাচ্ছে বলেই অভিযোগ করা হচ্ছে। তারপরেও যাতে রেজিস্ট্রেশনের কাজ দ্রুত সম্পন্ন করা যায় তার জন্য পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকদের সাথে ডোর-টু-ডোর ক্যাম্পেন করা হয়েছে। এছাড়াও এখন বেশ কিছু সরকারি এবং সরকার অনুমোদিত স্কুলগুলিতে প্রথম প্রজন্মের পড়ুয়া সংখ্যায় অনেক বেশি। সেক্ষেত্রে পড়ুয়ারা অনলাইন রেজিস্ট্রেশনের বিষয়টি যত তাড়াতাড়ি বুঝে যাচ্ছে অভিভাবকদের সেই বিষয়গুলি বুঝতে অনেক সময় লেগে যাচ্ছে। এই কারণেই দফায় দফায় রেজিস্ট্রেশনের জন্য পোর্টাল চালু করতে হচ্ছে বলেই মত শিক্ষকদের একাংশের।