বাংলা হান্ট ডেস্কঃ চরম নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam)! যার জেরে SSC ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme court)। সর্বোচ্চ আদালতের নির্দেশে এ রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী চাকরিহারা। এই পরিস্থিতিতে ধুঁকছে রাজ্যের শিক্ষাব্যবস্থা। তাই সুপ্রিম রায়ে সাময়িক পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। সেই মামলাতেই এবার বড় আপডেট সামনে আসছে।
পর্ষদের আবেদনের শুনানি আজ নয়! SSC Recruitment Scam
জানা গিয়েছিল পর্ষদের আবেদনের ভিত্তিতে আজ (বুধবার) শীর্ষ আদালতে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এদিন এই আবেদনের শুনানি হচ্ছে না শীর্ষ আদালতে। সূত্রের খবর, আবেদনের শুনানির তারিখ জানানো হয়নি।
প্রসঙ্গত, SSC মামলা নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়ে সাময়িক পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থহয়েছিল পর্ষদ। সোমবার আবেদন দাখিল করা হয়। আবেদনে জানানো হয়েছিল, যতদিন না পর্যন্ত নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হচ্ছে ততদিন চাকরিহারাদের কাজ চালানোর অনুমতি দেওয়া হোক।
পর্ষদের আবেদন ছিল, এই শিক্ষাবর্ষ পর্যন্ত যাদের অবৈধ বলে নিশ্চিতভাবে শনাক্ত করা হয়নি সেই সকল চাকরিহারাদের কাজ চালানোর অনুমতি দিক আদালত। পর্ষদের দাবি, একসঙ্গে বিপুল সংখ্যক শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় স্কুলে-স্কুলে বিরাট সংকটের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই এ বিষয়ে বিবেচনা করুক দেশের শীর্ষ আদালত।
আরও পড়ুন: ‘আমার ধারণা BJP ওকে উস্কে দিয়েছে’! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পাল্টা বিস্ফোরক সৌগত রায়
সোমবার আবেদনের পর মঙ্গলবার বিষয়টি ফের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে উত্থাপন করেছিলেন পর্ষদের আইনজীবী। শোনা গিয়েছিল, বুধবার আবেদনের শুনানি হতে পারে। তবে তা আজ হচ্ছে না। পর্ষদের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সেই দিকে নজর রয়েছে চাকরিহারাদের।