বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা ২৬০০০। নিয়োগ দুর্নীতির জেরে (SSC Scam) SSC ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme court)। সর্বোচ্চ আদালতের নির্দেশে এ রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী চাকরিহারা। যা নিয়ে উত্তাল পরিস্থিতি গোটা রাজ্যে। এরই মধ্যে বড় আপডেট সামনে আসছে।
ফের ‘ভাগ্য পরীক্ষা’ চাকরিহারাদের! SSC Scam
সুপ্রিম রায়ে সাময়িক পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। সেই মামলাতেই এবার বড় আপডেট সামনে আসছে। সুপ্রিম কোর্টে পর্ষদ আবেদন জানিয়েছে, অযোগ্য হিসেবে চিহ্নিত নন, এমন প্রার্থীদের সাময়িকভাবে চাকরি করার অনুমতি দেওয়া হোক। আবেদনে জানানো হয়েছিল, যতদিন না পর্যন্ত নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হচ্ছে ততদিন চাকরিহারাদের কাজ চালানোর অনুমতি দেওয়া হোক।
এর আগে গত বুধবারই জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির সম্ভাবনা ছিল বলে জানা গিয়েছিল। তবে তা হয়নি। এবার সূত্রের খবর, পর্ষদের আবেদনের শুনানি আগামী ১৭এপ্রিল, ২০২৫ তারিখে হবে। এখন সেই দিকেই তাকিয়ে রয়েছেন চাকরিহারারা।
আরও পড়ুন: চাকরিহারাদের মামলার তদন্তভার থেকে সরানো হল অভিযুক্ত এসআইকে! এবার দায়িত্ব পেলেন কে?
প্রসঙ্গত, একধাক্কায় প্রায় ২৬০০০ চাকরি চলে যাওয়ায় ধুঁকছে রাজ্যের শিক্ষাব্যবস্থা। একাধিক স্কুলে তৈরি হয়েছে বিরাট শূন্যস্থান। আদালতে পর্ষদের আর্জি ছিল, একসঙ্গে বিপুল সংখ্যক শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় স্কুলে-স্কুলে বিরাট সংকটের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই এ বিষয়ে বিবেচনা করুক দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে উত্থাপন করেছিলেন পর্ষদের আইনজীবী।