বাংলা হান্ট ডেস্কঃ মার্চের শুরু থেকেই শীতের আমেজ উধাও! আস্তে আস্তে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। এখন থেকেই প্রখর রোদে বেরনো মুশকিল হয়ে পড়েছে। এই আবহে শিরোনামে উঠে এল গরমের ছুটি (Summer Vacation)। গত বছরের চেয়ে এবার ছুটির মেয়াদ বাড়িয়েছে মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। কিন্তু তা সত্ত্বেও দেখা দিয়েছে অসন্তোষ।
২০২৫-এ কতদিন মিলবে গরমের ছুটি (Summer Vacation)?
গত বছরের শেষের দিকেই ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। সেখানে গরমের ছুটির পাশাপাশি বছরের অন্যান্য মাসগুলিতে কোন কোন দিন স্কুল বন্ধ থাকবে তা জানানো হয়েছিল। সেই অনুযায়ী, এবার গরমের ছুটি থাকবে ১১ দিন (রবিবার বাদে)। ২০২৪ সালে খাতায় কলমে ১০ দিন ছুটি দেওয়া হয়েছিল। এবার তা আরও ১ দিন বাড়ানো হয়েছে।
পর্ষদের বিজ্ঞপ্তি বলছে, এই বছর ১২ মে থেকে গরমের ছুটি (Summer Vacation) পড়বে, চলবে ২৩ মে অবধি। তবে খাতায় কলমে ১১ দিন ছুটির কথা বলা হলেও, পরবর্তীতে তা আরও বাড়তে পারে। বিগত কয়েক বছরে তাপমাত্রা বৃদ্ধির দিকে নজর রেখে ছুটি বাড়ানো হয়েছিল। এই বছরও যদি তাপমাত্রা সেই হারে বৃদ্ধি পায়, তাহলে গরমের ছুটি বাড়ানো হতে পারে বলে মনে করছেন অনেকে।
আরও পড়ুনঃ ফের বাংলায় সবুজ ঝড়! বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটে জিতল তৃণমূল
এদিকে পর্ষদের প্রকাশিত তালিকায় আবার এমন বেশ কিছু ছুটি (Holiday) দেখা গিয়েছে, যেদিন ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। এই নিয়ে অনেকের মনে অসন্তোষ দেখা দিয়েছে। পর্ষদের তরফ থেকে ছুটির তালিকা প্রকাশের পরেই এই নিয়ে মুখ খুলেছিলেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী।
এই প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘মধ্যশিক্ষা পর্ষদের তরফে ২০২৫ শিক্ষাবর্ষে ছুটির তালিকা প্রকাশিত হল। অথচ একাধিক ছুটির দিনের ক্ষেত্রে স্কুলে উপস্থিত থেকে পালন করার কথা বলা হয়েছে। ওই দিনগুলি ছুটি হিসেবে না ধরে কার্যকরী দিন হিসেবে ঘোষণা করে মর্যাদার সঙ্গে পালন করার দাবি জানিয়েছিলাম আমরা। তবে সেটা রক্ষিত হল না’।
মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকায় দেখা গিয়েছে, গরমের ছুটির (Summer Vacation) ১১ দিন সহ ২০২৫ সালে মোট ৬৫ দিন স্কুল ছুটি থাকবে। এই নিয়ে অসন্তোষ প্রকাশ করে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক বলেন, ‘বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে ছুটির দিন সংখ্যা আগের মতো ৮৫-তে ফিরিয়ে আনা হলে বিদ্যালয়গুলি আঞ্চলিক পরিস্থিতি অনুসারে গরমের সময় ছুটি দিতে পারতো। সারা বছর পড়াশোনার পরিকল্পনা বিঘ্নিত হতো না’।