পাল্টে গেল মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সিলেবাস? যুক্ত হল দু’টি নতুন বই, জারি বিজ্ঞপ্তি

বাংলা হান্ট ডেস্কঃ যে কোনও শিক্ষার্থীর জীবনের প্রথম বড় পরীক্ষা হিসেবে গণ্য করা হয় মাধ্যমিককে। এরপরেই আসে উচ্চমাধ্যমিকের নাম। এবার মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের সিলেবাসেই যুক্ত হল দু’টি নতুন বই। ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)।

মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের (WBCHSE) সিলেবাসে যুক্ত হল কোন কোন বই?

মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের সিলেবাসে যে দু’টি বই যুক্ত করা হয়েছে তা যথাক্রমে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং স্বামী বিবেকানন্দের লেখা। মাধ্যমিক পড়ুয়াদের নেতাজির লেখা ‘তরুণের স্বপ্ন’ এবং উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীদের স্বামীজির লেখা ‘কোন টু নেশন’ বইটি পড়তে হবে।

   

নেতাজির লেখা ‘তরুণের স্বপ্ন’ (Taruner Swapna) বইয়ে স্বাধীনতার সময়কার অসম পটভূমি সম্পর্কে তুলে ধরা হয়েছে। জানা যাচ্ছে, স্বাধীনতা আন্দোলনের সময় কারাগারে বন্দি থেকে ১৫০টি চিঠির সংকলন হিসেবে এই রচনা করা হয়েছিল, এর মধ্যে ২৪টি চিঠি নেতাজির নিজের লেখা।

আরও পড়ুনঃ নিষেধাজ্ঞা অতীত! ক্ষমতায় এলে রাজ্যে ছুটবে মদের ফোয়ারা! তোলপাড় করা ঘোষণা প্রশান্ত কিশোরের

অন্যদিকে উচ্চমাধ্যমিক স্তরের পড়ুয়াদের পড়তে হবে স্বামীজির লেখা ‘কল টু নেশন’ (Call To The Nation)। যুব সমাজের নৈতিক আচার, নৈতিকতা, সু-চরিত্র গঠনের ওপর এই বই লেখা হয়েছে। শিক্ষার্থীরা এই বই পড়লে বাস্তব জীবনের ভিত্তিতে তাঁরা অনেক জ্ঞান লাভ করতে পারবে বলে মনে করা হচ্ছে।

WBBSE WBCHSE Taruner Swapna Call To The Nation book addition

মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের সিলেবাসে এই দু’টি নতুন বই যুক্ত হলেও এখান থেকে পরীক্ষায় কোনও রকম প্রশ্ন আসবে না। নতুন পাঠ্য বই সম্পর্কে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ছাত্রছাত্রীদের ওপর জোর করে এই বই চাপিয়ে দেওয়া হচ্ছে না। ছাত্রছাত্রীরা স্বেচ্ছায় এই বই পড়বে। সংসদের তরফ থেকে ফ্রি-তে এই বই তাঁদের হাতে তুলে দেওয়া হবে। জানা যাচ্ছে, ২০২৫ শিক্ষাবর্ষ থেকে নতুন দুই পাঠ্যবই সংযোজন করা হবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর