বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা। এরপরেই শুরু হয়ে যাবে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam 2025)। বর্তমানে অধিকাংশ পরীক্ষার্থীই শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। এই আবহে সামনে আসছে নয়া খবর। ইতিমধ্যেই তা নিয়ে শুরু হয়েছে চর্চা।
উচ্চমাধ্যমিক (HS Exam 2025) শুরুর আগেই বড় খবর!
আগামী ৩ মার্চ থেকে শুরু হবে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam), চলবে ১৮ মার্চ অবধি। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) আধিকারিকদের দাবি, এবার প্রায় ৫ লক্ষ ৩০,০০০ পড়ুয়া উচ্চমাধ্যমিক দিতে পারেন। এবার উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা একধাক্কায় অনেকখানি কমেছে বলে খবর। সংসদ সূত্রে দাবি, এবার পরীক্ষার্থীর সংখ্যা সাড়ে ৫ লক্ষের গণ্ডি টপকাতে পারবে না।
এখন প্রশ্ন হল, এবারের উচ্চমাধ্যমিকের (HS Exam 2025) পরীক্ষার্থীর সংখ্যা কেন হ্রাস পেল? এই বিষয়ে সংসদের আধিকারিকদের দাবি, এর নেপথ্যে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার অনেকখানি ভূমিকা রয়েছে। সেই বছর মাধ্যমিক উত্তীর্ণের সংখ্যা অনেকটাই কম ছিল। সেই সংখ্যা ছিল প্রায় ৫ লক্ষ ৭০,০০০। এবার সেই সংখ্যার অনুপাতেই ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা সাড়ে ৫ লক্ষেরও কম হতে চলেছে।
আরও পড়ুনঃ অনুব্রতর গলায় উল্টো সুর! ‘নিজের সেবা না করে মানুষের সেবা করুন’! কেষ্টর কথায় শোরগোল
আসন্ন উচ্চমাধ্যমিকের (HS Exam) পরীক্ষার্থীর সংখ্যা নিয়ে নয়া আপডেট সামনে আসলেও সংসদের তরফ থেকে আগামী ৮ ফেব্রুয়ারি এই বিষয়ে বিস্তারিত ঘোষণা করা হবে। এদিকে জানা যাচ্ছে, গতবারের তুলনায় এবারের পরীক্ষার্থীর সংখ্যা অনেকখানি কমে যাওয়ায় পরীক্ষাকেন্দ্রের সংখ্যাও হ্রাস পেতে চলেছে। সংসদের তরফ থেকে এবার প্রত্যেকটি কেন্দ্রে মেটাল ডিটেক্টর পাঠানো হবে।
এর আগে কেবলমাত্র স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টর পাঠানো হতো। তবে এবার প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে মেটাল ডিটেক্টর পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এছাড়াও এবারের পরীক্ষার প্রশ্নপত্র খোলা নিয়েও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা যাচ্ছে, এবার থেকে উচ্চমাধ্যমিকের (HS Exam 2025) প্রত্যেকটি বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার্থীদের সামনে পরীক্ষার হলেই খোলার সিদ্ধান্ত নিয়েছে সংসদ। প্রধান শিক্ষকের ঘর কিংবা অন্য কোথাও আলাদা করে প্রশ্নপত্র খুলে তা আর সর্টিং করা হবে না।