বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যজুড়ে এখন মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) চলছে। সেটা শেষ হলেই শুরু হয়ে যাবে উচ্চমাধ্যমিক (Higher Secondary Exam)। প্রত্যেক বছরই এই সময়টা স্কুল শিক্ষকদের (School Teachers) বেশ চাপ থাকে। পরীক্ষা সংক্রান্ত নানান দায়িত্ব থাকে তাঁদের কাঁধে। এরপর আসে খাতা দেখার পালা। এই আবহে এবার রাজ্যের শিক্ষকদের উদ্দেশে জারি করা হল নয়া নির্দেশিকা।
স্কুল শিক্ষকদের (School Teachers) জন্য জারি করা নির্দেশিকায় কী বলা হয়েছে?
উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হতে আর মাত্র হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা। ত্রুটিহীনভাবে পরীক্ষা নিতে একাধিক পদক্ষেপ নিচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এই আবহে এবার জারি করা হল নয়া নির্দেশিকা। সেখানে বলা হয়েছে, পরীক্ষা চলাকালীন মেডিক্যাল আর্জেন্সি ছাড়া অন্য কোনও কারণ দেখিয়ে ছুটি নেওয়া যাবে না।
স্কুল শিক্ষক-শিক্ষিকাদের (Higher Secondary Exam) পাশাপাশি শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও এই বিষয়টি প্রযোজ্য বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তবে যথাযথ কারণ দেখিয়ে যদি আবেদন করা হয়, তাহলে শিক্ষা সংসদের তরফ থেকে তা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ পরপুরুষের সঙ্গে বৌয়ের প্রেম থাকলেও সেটা পরকীয়া নয়! নজিরবিহীন পর্যবেক্ষণ হাইকোর্টের
এছাড়া সরকারি কিংবা সরকার অধীনস্থ দফতরে কর্মরত মা-বাবা দু’জনেই যদি একসঙ্গে ছুটি নিতে চান, সেক্ষেত্রে যে কোনও একজনের ছুটির আবেদন মঞ্জুর করা হবে। তবে সেক্ষেত্রেও শিক্ষা সংসদের স্থানীয় দফতরে গিয়ে তাঁদের যথাযথভাবে আবেদন জমা করতে হবে।
এই বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) একজন উচ্চপদস্থ আধিকারিক বলেন, যে কোনও কারণবশত পরীক্ষার সময় শিক্ষক-শিক্ষিকা অথবা শিক্ষাকর্মীরা একসঙ্গে লম্বা ছুটি নিয়ে নেন। এর ফলে পরীক্ষার কাজে লোকবল কমে যায়। সেই কারণেই এবার ছুটি সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতালে ভর্তি অথবা অস্ত্রোপচার সংক্রান্ত সমস্যা বাদে অন্য কোনও কারণ দেখিয়ে পরীক্ষার সময় ছুটি নিতে পারবেন না শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা।
এদিকে উচ্চমাধ্যমিক শুরুর আগে শিক্ষা সংসদের এই নির্দেশিকায় অসন্তুষ্ট শিক্ষামহলের (School Teachers) একাংশ। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, পরীক্ষা চলাকালীন শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ছুটি নেওয়ার বিষয়ে যে নির্দেশ দেওয়া হয়েছে, সেটা সরকারের তৈরি নিয়মকে মান্যতা দিচ্ছে না। ছুটি অনুমোদন করার এক্তিয়ার শিক্ষা সংসদের নেই। তাহলে শিক্ষা সংসদের আঞ্চলিক দফতরে কেন সেই আবেদন পাঠাতে হবে?