সোজা পরীক্ষা বাতিল! উচ্চমাধ্যমিক নিয়ে বিরাট সিদ্ধান্ত সংসদের, জারি কড়া নির্দেশিকা

বাংলা হান্ট ডেস্কঃ যে কোনও শিক্ষার্থীর জীবনের দ্বিতীয় সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে গণ্য করা হয় উচ্চমাধ্যমিককে। এই পরীক্ষায় পাশ করার সঙ্গেই শেষ হয় স্কুল জীবন। পছন্দের কলেজে ভর্তি হওয়ার জন্য তাই উচ্চমাধ্যমিকে ভালো রেজাল্ট করা ভীষণ জরুরি। এবার এই পরীক্ষা নিয়েই নয়া নির্দেশিকা জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)।

  • উচ্চমাধ্যমিক নিয়ে নয়া নিয়ম সংসদের (WBCHSE)!

উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Exam) ক্ষেত্রে এমনিতেই পড়ুয়াদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। ২০২৫ সালের আগে পরীক্ষা নিয়ে বেশ কিছু নির্দেশিকা জারি করল সংসদ। এর মধ্যে একটি নির্দেশ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। আরজি কর কাণ্ডের আবহে সেই নির্দেশের আলাদা তাৎপর্য রয়েছে বলে মনে করা হচ্ছে।

   
  • নয়া নির্দেশিকায় কী বলা হয়েছে?

গত শনিবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, কোনও শিক্ষার্থী যদি নিজের খাতায় ভুল নাম, রেজিস্ট্রেশন নম্বর লিখলে, অন্য ছাত্রছাত্রীকে নিজের খাতা দিয়ে সাহায্য করলে অথবা উত্তরপত্র নিয়ে পরীক্ষাকেন্দ্র থেকে বেরোলে শাস্তি পেতে হবে।

আরও পড়ুনঃ বাংলা বিরোধী চক্র! নির্দিষ্ট ৩ সংবাদমাধ্যম নিয়ে বিরাট সিদ্ধান্ত তৃণমূলের, তোলপাড় রাজ্য

একইসঙ্গে জানানো হয়েছে, পরীক্ষাকেন্দ্র যদি উত্তর সম্বন্ধিত চিরকুট কিংবা টাকার নোট পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর পরীক্ষা বাতিলের মতো কড়া সিদ্ধান্ত নেওয়া হতে পারে। একইসঙ্গে জানানো হয়েছে, পরীক্ষার খাতায় যদি রাজনৈতিক কিংবা অন্য স্লোগান (Slogan) লেখা হয়, তাহলেও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

WBCHSE Higher Secondary Exam

২০২৫ সালের পরীক্ষার আগে এই নয়া নির্দেশিকা জারি প্রসঙ্গে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjib Bhattacharya) বলেন, ‘এর আগেও পরীক্ষার্থীদের জন্য এই নির্দেশিকা দেওয়া হয়েছিল। কোনও শিক্ষার্থী যদি নিজের পরীক্ষার খাতায় অপ্রাসঙ্গিক কোনও রাজনৈতিক স্লোগান অথবা মন্তব্য লেখেন, তাহলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। সেক্ষেত্রে পরীক্ষা অবধি বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে’।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) দাবি, এটি রুটিন নির্দেশিকা। তবে আরজি কর কাণ্ডের আবহে বিষয়টিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনায় প্রতিবাদে নেমেছে বাংলা, উঠছে নানান স্লোগান। বহু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এই প্রতিবাদ মিছিলে শামিল হয়েছেন। উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতায় যাতে এর কোনও প্রভাব না পড়ে সেই কারণেই আগেভাগে এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর