বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা। এই মুহূর্তে জোরকদমে পড়াশোনা করছেন ২০২৫ এর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। পছন্দের কলেজে ভর্তি হতে গেলে এই পরীক্ষায় ভালো রেজাল্ট করা মাস্ট। এবার এই পরীক্ষার্থীদের জন্যই বড় খবর। এবার উপস্থিতির হার নিয়ে কড়াকড়ির পথে হাঁটল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)।
উচ্চমাধ্যমিক নিয়ে কড়াকড়ি (WBCHSE)
এবার সেমিস্টার পদ্ধতিতে হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam)। একাদশ এবং দ্বাদশ শ্রেণি মিলিয়ে মোট ৪টি পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। এবার এই চারটি পরীক্ষার ক্ষেত্রেই উপস্থিতির হার নিয়ে কড়াকড়ির পথে হেঁটেছে সংসদ। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই খবর।
- কী সিদ্ধান্ত নিল সংসদ?
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) তরফ থেকে জানানো হয়েছে ৭০% উপস্থিতি বাধ্যতামূলক করার কথা। একইসঙ্গে বলা হয়েছে, কোনও পরীক্ষার্থীর যদি ৫০% এর নীচে উপস্থিতি থাকে তাহলে তাঁকে কিছুতেই পরীক্ষায় বসতে দেওয়া হবে না। যতক্ষণ না অবধি ওই ছাত্র অথবা ছাত্রীর উপস্থিতির হার ৭০% হচ্ছে, তাঁকে পরীক্ষা দিতে দেওয়া যাবে না।
আরও পড়ুনঃ ‘হয় পৌঁছতে দিন, নয়তো…’! জুনিয়র ডাক্তারদের মিছিলে ধুন্ধুমার, দাবিতে অনড় আন্দোলনকারীরা
অসুস্থতা সহ বেশ কিছু বিষয়ে ছাড় দেওয়া হলেও সেক্ষেত্রে পড়ুয়াদের যথাযথ তথ্য জমা দিতে হবে বলে জানানো হয়েছে। উচ্চমাধ্যমিক (HS Exam) স্তরের প্রত্যেক ছাত্রছাত্রী যাতে আরও বেশি করে ক্লাসমুখী হয়ে ওঠে সেই কারণে সংসদের তরফ থেকে এই নিয়ম আনা হয়েছে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে রাজ্যের নানান বিদ্যালয় উপস্থিতির হার নিয়ে কড়াকড়ির পথে হেঁটেছে। উপস্থিতি কম থাকলে পরীক্ষায় বসা নিয়ে অসুবিধার খবরও সামনে এসেছে। তবে এবার এই নিয়ে কড়া সিদ্ধান্ত নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। পরীক্ষায় বসতে হলে প্রত্যেক শিক্ষার্থীকে নির্দিষ্ট উপস্থিতির হার বজায় রাখতে হবে বলে জানানো হয়েছে।
সংসদের একাংশের কথায়, উপস্থিতি সম্বন্ধিত নিয়মের অস্তিত্ব আগেও ছিল। তবে এবার পরীক্ষা (Higher Secondary Exam Rules) সম্বন্ধিত নতুন আইন বানিয়ে তা বিদ্যালয়গুলিতে পাঠিয়ে দিয়েছে সংসদ। উপস্থিতির হার যদি ৫০% এর কম হয় তাহলে সেই পরীক্ষার্থীকে কোনও ভাবেই পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে।