বাংলা হান্ট ডেস্কঃ গত কয়েক বছরে আমূল বদল এসেছে উচ্চ মাধ্যমিকে (Higher Secondary)। চালু হয়েছে সিমেস্টার ব্যবস্থা। এবার এই সিমেস্টার ব্যবস্থায় একাধিক পরিবর্তন আনছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। জানিয়ে রাখি, বিজ্ঞপ্তি জারি করে সংসদ জানিয়েছে, উচ্চ মাধ্যমিকে (HS) কম্পালসারি ইলেক্টিভ এবং অপশনাল-এর মধ্যে তিনটি বিষয়ের প্রতিটিতে ন্যূনতম নম্বর ৩০ শতাংশ নম্বর নিয়ে পাশ করলেই তাদের কৃতকার্য হিসাবে গণ্য করা হবে।
উচ্চ মাধ্যমিক নিয়ে নয়া বিজ্ঞপ্তি | Higher Secondary
বর্তমানে উচ্চমাধ্যমিক পরীক্ষায় চালু হয়েছে সেমিস্টার। একাদশ-দ্বাদশ শ্রেণি মিলিয়ে মোট চারটি সিমেস্টারে পরীক্ষা দিতে হচ্ছে। ছয় মাস অন্তর অন্তর বছরে দু’বার সিমেস্টার পরীক্ষা নেওয়া হবে। গত বছর সংসদ জানিয়েছিল উচ্চমাধ্যমিকে মোট ছ’টি বিষয়ের মধ্যে পাঁচটিতে পড়ুয়ারা ৩০ শতাংশ নম্বর না পেলে পরীক্ষায় কৃতকার্য বলে গণ্য করা হবে না।
শিক্ষা সংসদের জারি করা সেই বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছিল। পড়ুয়াদের পাশাপাশি অভিভাবক, স্কুল শিক্ষকদেরও বিজ্ঞপ্তির সেই ভাষা বুঝতে সমস্যা হচ্ছিল। এবার সেই বিজ্ঞপ্তি সংশোধন করে নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার পরিষ্কার করে বলা হয়েছে, বাংলা এবং ইংরেজি-র পাশাপাশি বাকি তিনটে ‘কম্পালসরি ইলেক্টিভ’ এবং একটি ‘অপশনাল’ বিষয়ের মধ্যেও তিনটি বিষয়ে পাশ নম্বর তুলতে হবে পড়ুয়াদের।
ভিডিও দেখুন: https://youtu.be/PfhANr_9CRY?si=UUVGHgwnsPsQ0KQX
বিজ্ঞপ্তিতে সংসদ জানিয়েছে, চারটি সিমেস্টারের প্রতিটিতেই বাংলা ইংরেজি মিলিয়ে মোট এই পাঁচটি বিষয়ে ন্যূনতম ৩০ শতাংশ নম্বর পেতে হবে পড়ুয়াদের। তবে এই সেমিস্টারের ক্ষেত্রে বেশ কিছু সুবিধাও রয়েছে। সংসদ জানিয়েছে, একাদশের প্রথম এবং তৃতীয় সিমেস্টারে কোনও বিষয়ে পাশ নম্বর না উঠলে ‘সাপ্লিমেন্টারি’ দিতে পারবেন পড়ুয়ারা।
আরও পড়ুন: পহেলগাঁওয়ের আতঙ্কের মাঝেই এবার বাড়িতে ঢুকে গুলি জঙ্গিদের! ফের গেল প্রাণ
একাদশের দ্বিতীয় এবং দ্বাদশের চতুর্থ সিমেস্টারে ‘সাপ্লিমেন্টারি’ দেওয়ার সুযোগ থাকবে। তবে একাদশ ও দ্বাদশ দুই শ্রেণীতেই পড়ুয়াদের শেষ দু’টি সিমেস্টার অর্থাৎ দ্বিতীয় এবং চতুর্থ সিমেস্টারে পাঁচটি বিষয়েই পাশ করতে হবে। এটা বাধ্যতামূলক। নয়তো বছর নষ্ট হবে। উল্লেখ্য, একজন পরীক্ষার্থী সর্বোচ্চ রেজিস্ট্রেশন থেকে সাত বছর ‘সাপ্লিমেন্টারি’ পরীক্ষায় বসার সুযোগ পাবেন।