বাংলা হান্ট ডেস্কঃ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পড়াশোনার ক্ষেত্রেও বেশ কিছু বদল এসেছে। উচ্চমাধ্যমিক (Higher Secondary) স্তরে আগে একটি বার্ষিক পরীক্ষা হতো। তবে এখন সেখানে চালু হয়েছে সেমিস্টার সিস্টেম। এবার নয়া পদ্ধতিতে পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা। এই আবহেই সামনে আসছে বড় খবর। ফের সিলেবাস সংশোধন করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। সম্প্রতি এই ঘোষণা করেছেন শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য নিজে।
উচ্চমাধ্যমিকের সিলেবাসে ফের কেন বদল আনছে শিক্ষা সংসদ (WBCHSE)?
গত শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিক (HS) স্তরে বেশ কিছু নতুন বিষয় চালু হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্সের মতো বিষয়ের। সেই সঙ্গেই সময়োপযোগী করে তোলার জন্য কম্পিউটার অ্যাপ্লিকেশন ও কম্পিউটার সায়েন্সের সিলেবাসে বেশ কিছু বদল আনা হয়। তারপর কিছু সময় যেতে না যেতেই ফের এই দু’টি বিষয়ের পাঠ্যক্রমে সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
এই প্রসঙ্গে শিক্ষা সংসদের (WBCHSE) সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘বর্তমানে সময়ে প্রত্যেকেরই কম্পিউটার সম্বন্ধিত জ্ঞান থাকা জরুরি। সেই কারণে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়টি সময়োপযোগী অথচ শিক্ষামূলক ও সহজ করে তোলার জন্য সিলেবাসে সংশোধন করার সিদ্ধান্ত’।
আরও পড়ুনঃ স্যালাইন কাণ্ডের পরেই ‘অ্যাকশন’! স্বাস্থ্য দফতরের এক নির্দেশে শোরগোল রাজ্যে
বিগত বহু বছর ধরেই উচ্চমাধ্যমিক স্তরে কম্পিউটার সায়েন্স ও কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়গুলি রয়েছে। এর মধ্যে কম্পিউটার সায়েন্স বিষয়টি মূলত বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীদের জন্য। অন্যদিকে কলা ও বাণিজ্য শাখার পড়ুয়ারা কম্পিউটার বিষয়টি পড়তে পারেন। তবে গত শিক্ষাবর্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্সের মতো বিষয়গুলি চালু হওয়ার পর সংশ্লিষ্ট দুই বিষয়ের সিলেবাসে আমূল বদল আনা হয়।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পাঠ্যক্রমকে (Syllabus) উপযোগী করে তুলতে বেশ কিছু বদল আনে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তবে জানা যাচ্ছে, এর ফলে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাস বেশ জটিল হয়ে যায়। ফলে চাপে পড়ে যায় শিক্ষার্থীরা। এবার সেদিকে নজর রেখেই ফের সিলেবাস সংশোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
রিপোর্ট থেকে জানা যাচ্ছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের নতুন সিলেবাসে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তার কয়েকটি বিষয়, কম্পিউটার প্রোগ্রামিং ও পাইথন প্রোগ্রামিংয়ের মতো অন্যান্য বিষয়। তবে এই বিষয়গুলি সহজেই যাতে বুঝতে পারেন, তেমন ভাবেই সিলেবাস তৈরি করা হবে। অর্থাৎ নতুন সিলেবাস যাতে তথ্যসমৃদ্ধ হওয়ার পাশাপাশি সরলীকৃত হয়, সেদিকেও নজর দিতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। এর ফলে উচ্চমাধ্যমিক স্তরের পড়ুয়াদের অনেকখানি সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।