মমতার বৈঠকে থাকছেন না অনিকেত-কিঞ্জলরা! ‘কারণ’ হিসেবে বিরাট যুক্তি দিলেন প্রতিবাদী ডাক্তাররা

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার (RG Kar Case) পর থেকেই রাজ্য সরকারের (Government of West Bengal) সঙ্গে রাজ্যের চিকিৎসক সমাজের একটা দূরত্ব তৈরি হয়েছে। এই নারকীয় ঘটনার পর পথে নেমে প্রতিবাদ করেছিলেন বহু ডাক্তার। সেই সঙ্গেই কর্মবিরতি ও অনশনের পথে হাঁটেন জুনিয়র চিকিৎসকদের একটি বৃহৎ অংশ। তবে এই ধারা বজায় থাকলে, ভোটের আবহে বিমুখী প্রতিক্রিয়া তৈরি হতে পারে, এই বিষয়ে ওয়াকিবহাল শাসকদল তৃণমূল কংগ্রেস। সেই কারণে নতুন বছরের শুরু থেকেই একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। সোমবার যেমন ডাক্তারদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মমতার (Mamata Banerjee) বৈঠকে থাকবেন না অনিকেতরা!

আরজি কর কাণ্ডের পর প্রতিবাদে ফুঁসে উঠেছিল জুনিয়র ডাক্তারদের একাংশ। সেই আন্দোলনের ‘মুখ’ হয়ে উঠেছিলেন অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, কিঞ্জল নন্দরা। ডাক্তারদের সঙ্গে মমতার বৈঠকের কথা সামনে আসতেই প্রশ্ন ওঠে, সেখানে কি উপস্থিত থাকবেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা? অবশেষে মিলল সেই উত্তর।

নতুন বছরের শুরু থেকেই চিকিৎসক সমাজের সঙ্গে দূরত্ব ঘোচাতে তৎপর তৃণমূল শিবির। এর আগে আমতলায় ডাক্তারদের সঙ্গে বৈঠক করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার আলিপুরের ধনধান্য স্টেডিয়ামে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুনঃ জামিনের পরেই ঝটকা! ED-র নয়া পদক্ষেপে ঘুম উড়ল জ্যোতিপ্রিয়র! রেশন দুর্নীতিতে নয়া মোড়

জানা যাচ্ছে, মমতার এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন পশ্চিমবঙ্গের প্রায় আড়াই হাজার ডাক্তার। তবে সেখানে দেখা যাবে না, জুনিয়র ডক্টরস ফ্রন্টের (WBJDF) সদস্যদের। এর আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তাঁরা। তবে তখনকার পরিস্থিতি এবং এখনকার পরিস্থিতি এক নয়। আজকের বৈঠকে উপস্থিত থাকবেন না অনিকেত, কিঞ্জলরা।

West Bengal CM Mamata Banerjee to hold a meeting with doctors tomorrow

জানা যাচ্ছে, আরজি কর কাণ্ডের পর ছয় মাস কেটে গেলেও, বহু দাবি এখনও পূরণ করা হয়নি। সেই প্রসঙ্গকে হাতিয়ার করেই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বৈঠকে উপস্থিত হবেন না জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা। তবে আরজি কর কাণ্ডের আবহেই তৈরি হওয়া জুনিয়র চিকিৎসকদের অপর সংগঠন জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরা আজ মুখ্যমন্ত্রীর বৈঠকে উপস্থিত থাকবেন বলে খবর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর