পরীক্ষার ২৪ দিনের মাথায় ফলপ্রকাশ WBJEE ২০১৯ এর:

Published On:

 

বাংলা হান্ট ডেস্ক: পরীক্ষার ২৪ দিনের মাথায় আজ চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স এর ফলপ্রকাশ হল। আজ দুপুর একটায় সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করা হয়। পরীক্ষার ফল দুপুর দুটো থেকে ওয়েবসাইটে দেখতে পাবেন পরীক্ষার্থী রা। যে ওয়েবসাইটগুলিতে ফল জানা যাবে, সেগুলি হল- www.wbjeeb.in  এবং www.wbjeeb.nic.in

 

এবছর পরীক্ষাতে বসে ছিলেন দেড় লক্ষ পড়ুয়া। প্রথম স্থান পেয়েছেন দুর্গাপুরের সোহম মিস্ত্রি।

এ বছর পরীক্ষার্থীদের মধ্যে প্রবাসী পরীক্ষার্থী ৪০ শতাংশ। ফলাফল ঘোষণার পর, এবার সরকারি এবং বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে।

X