বাংলাহান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ঘোষণা করেছে ক্লার্কশিপ পরীক্ষার তারিখ। কমিশন জানিয়েছে, WBPSC Clerkship পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ ও ১৭ ই নভেম্বর ২০২৪ তারিখে। তবে এই আবহে পরীক্ষার্থীদের মনে সবথেকে বড় প্রশ্ন হল কবে থেকে ডাউনলোড করা যাবে ক্লার্কশিপ পরীক্ষার অ্যাডমিট কার্ড?
ক্লার্কশিপ পরীক্ষার অ্যাডমিট কার্ড (WBPSC Clerkship Admit Card) আপডেট
দীর্ঘদিন ধরেই ক্লার্কশিপ পরীক্ষা (WBPSC Clerkship) নিয়ে নানা রকম প্রশ্ন ছিল পরীক্ষার্থীদের মনে। তবে অবশেষে পরীক্ষার দিন ধার্য হওয়ায় স্বস্তি পেয়েছেন প্রার্থীরা। এই অবস্থায় অনেকের মনেই প্রশ্ন দেখা দিয়েছে পরীক্ষার অ্যাডমিট কার্ডের ব্যাপারে। পরীক্ষার্থীদের যাবতীয় সংশয় দূর করে পাবলিক সার্ভিস কমিশন স্বস্তির খবর নিয়ে এসেছে।
আরোও পড়ুন : শুধু অভিনেত্রী নন, সুগায়িকাও ছিলেন, কিন্তু সঙ্গীত প্রতিভা আড়ালে রাখতেন কেন সুচিত্রা?
জানিয়ে দেওয়া হয়েছে কবে থেকে পরীক্ষার্থীরা অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। সেই বিষয়েই জানানো হল এই প্রতিবেদনে।কমিশন জানিয়েছে, আগামী ২ রা নভেম্বর থেকে পরীক্ষার্থীরা পিএসসি’র ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড। ই- অ্যাডমিট কার্ড ডাউনলোড করে সেটি প্রিন্ট করিয়ে নিতে হবে।
সেই প্রিন্ট অ্যাডমিট কার্ড নিয়ে প্রবেশ করার অনুমতি মিলবে পরীক্ষাকেন্দ্রে। www.psc.wb.gov.in- এই ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এবার মনে প্রশ্ন আসতেই পারে ১৬ ও ১৭ তারিখের মধ্যে কবে আপনার পরীক্ষা পড়েছে? এই প্রশ্নের উত্তর মিলবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর। অ্যাডমিট কার্ডেই লেখা থাকবে সেই নির্দিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষার দিন।
আরোও পড়ুন : KKR-এর রিটেনশন লিস্টের প্রসঙ্গে সামনে এল বড় আপডেট! শ্রেয়সকে ঘিরে এখনও চলছে জল্পনা
পাবলিক সার্ভিস কমিশন (West Bengal Public Service Commission) এই নিয়োগের মাধ্যমে গোটা বাংলা জুড়ে নিয়োগ করতে চলেছে প্রায় ৬ হাজার ক্লার্ক। সেই নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপ লিখিত পরীক্ষা। প্রথম ধাপে অর্থাৎ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ডাকা হবে ইন্টারভিউ রাউন্ডে। এই নিয়োগের মাধ্যমে রাজ্য সরকার আগামী দিনে হাজার হাজার যুবক-যুবতীর কর্মসংস্থান করতে চলেছে।