বাংলাহান্ট ডেস্ক : প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা (WBSEDCL) এবার গ্রাহকদের জন্য চালু করল হোয়াটসঅ্যাপ নম্বর। ৮৪৩৩৭১৯১২১ ( 8433719121) – এই হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে বর্তমানে বিদ্যুৎ গ্রাহকরা একাধিক পরিষেবা পেয়ে থাকেন। CESC গ্রাহকদের জন্য হোয়াটসঅ্যাপ পরিষেবা আগেই নিয়ে এসেছিল। এবার বিদ্যুৎ গ্রাহকদের জন্য এই পরিষেবা শুরু করল WBSEDCL।
হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে WBSEDCL’র পরিষেবা:
WBSEDCL গ্রাহকরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাবেন বিল সংক্রান্ত তথ্য, ডাউনলোড করা যাবে সেই বিল। হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেমেন্ট করা যাবে বিদ্যুৎ বিল। প্রিপেড ভাউচার রিচার্জের সুবিধাও মিলবে এখানে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবেদন করা যাবে নতুন কানেকশনের জন্য। এছাড়াও এই নম্বরের মাধ্যমে জানতে পারবেন নতুন কানেকশনের কোটেশনের পরিমাণ।
এই WhatsApp নম্বরের মাধ্যমে জানা যাবে বিদ্যুৎ সাশ্রয় করার পদ্ধতিও। এই হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে করা যাবে আরো একটি গুরুত্বপূর্ণ কাজ। যদি রাস্তায় কোথাও বিপদজনকভাবে বিদ্যুতের লাইন পড়ে থাকে তাহলে সেটির ছবি এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো যাবে কর্তৃপক্ষের কাছে। সামনেই দুর্গাপুজো।
আরোও পড়ুন : এখন থেকেই শুরু প্রস্তুতি! ২০২৫-এর IPL-এ হবে কতগুলি ম্যাচ? BCCI নিল বড় সিদ্ধান্ত
উৎসবের সময় গ্রাহকদের নিরবিচ্ছিন্ন পরিষেবা দিতে বৃহস্পতিবার উদ্বোধন হল কন্ট্রোল রুমের। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) উদ্বোধন করেন কন্ট্রোল রুমটির। বিদ্যুৎ দফতরের সচিব শান্তনু বসু-সহ সিইএসসির আধিকারিকরা এদিন উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।
রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার হোয়াটসঅ্যাপ পরিষেবা পাওয়ার জন্য প্রথমে আপনার মোবাইল ফোনে 8433719121 নম্বরটি সেভ করুন। তারপর হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরটি বাছাই করে Hi লিখে পাঠান। এরপর আপনার কাছে চলে আসবে মেনু বিকল্প। সেখান থেকে আপনি আপনার পছন্দমতো অপশন বেছে নিতে পারবেন।