বাংলাহান্ট ডেস্ক : “বিচার প্রক্রিয়া চলার জন্য থমকে আছে ১৮ হাজার পদে শিক্ষক নিয়োগ”, এমন অভিযোগ সম্প্রীতি শোনা যাচ্ছিল তৃণমূল কংগ্রেসের বহু নেতা ও মন্ত্রীর কাছ থেকে। এবার সেই অভিযোগের ভিত্তিতে শূন্য পদের তালিকা চেয়ে পাঠালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, দু’-তিন দিনের মধ্যে রাজ্যের প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শূন্য পদের তালিকা তাঁর কাছে জমা করতে হবে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে তিনি জানতে পেরেছেন আদালতের জন্যই নাকি আঠারো হাজার শুন্য পদে নিয়োগ করা সম্ভব হচ্ছে না!
তাই এই মর্মে সোমবার তিনি শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি কে নির্দেশ দিয়েছেন আগামী ২৯ শে জুলাই এর মধ্যে শূন্য পদের তালিকা তার কাছে জমা করতে হবে। বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছেন, “আমিও দেখতে চাই রাজ্যের বেকারদের জন্য কত চাকরি খালি আছে।”
প্রসঙ্গত কিছুদিন আগেই একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসএসসির পরীক্ষার্থীদের প্রতিনিধি বলেছিলেন, “আদালতের নানা আইনি জটিলতার কারণে ১৮ হাজার শুন্য পদে নিয়োগ সম্ভব হচ্ছে না।” এর জবাবে এক চাকরি প্রার্থী বলেন, “আদালতের এরকম কোনও স্থগিতাদেশ নেই।” বিচারপতি অভিজিত গাঙ্গুলি সেই বিষয়টি জানতে পেরেই হয়তো আজ মন্তব্য করেছেন, “রাজনীতির আঙ্গিনায় বিচার ব্যবস্থাকে তুলে আনা উচিত নয়।”
শুধু এসএসসি প্রতিনিধি নয়, কিছুদিন আগে এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ও মন্তব্য করেন আইনি জটিলতার কারণে বহু শূন্য পদে নিয়োগ সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্ট মহলের আশা এই তালিকা প্রকাশ পেলে রাজ্যের প্রকৃত শূন্য পদের চেহারা সামনে আসতে পারে।