বাংলা হান্ট ডেস্কঃ উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং (Upper Primary Counselling) ইতিমধ্যেই শুরু হয়েছে। বেশ কয়েক দফায় কাউন্সেলিংয়ের মাধ্যমে চাকরিপ্রার্থীদের অনুমোদনপত্র প্রদান করা হয়েছে। এবার ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের কাউন্সেলিং নিয়ে সামনে আসছে নয়া আপডেট! শীঘ্রই একাধিক কাউন্সেলিংয়ের মাধ্যমে শূন্যপদ পূরণ করা হবে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
ডিসেম্বরেই শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের ওয়েটিং লিস্টের কাউন্সেলিং (Upper Primary Counselling)!
সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এই নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেন ব্রাত্য (Bratya Basu)। সেখানে লেখা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই ৮৫০০-রও বেশি চাকরিপ্রার্থীকে কাউন্সেলিংয়ের মাধ্যমে ডাকা হয়েছে। তার মধ্যে ৬৫০০-রও বেশি হবু শিক্ষক-শিক্ষিকার হাতে অনুমোদনপত্র তুলে দেওয়া হয়েছে। এখন লক্ষ্য হল, ওই প্যানেল থেকে যত বার সম্ভব কাউন্সেলিং করে সম্পূর্ণ স্বচ্ছতা ও সততার সঙ্গে ঘোষিত শূন্যপদ পূরণ করা।
এদিকে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে এসএসসি (SSC) সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, চলতি ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে উচ্চ প্রাথমিকের ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে। আগামী ১৬ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে এসএসসি তাঁদের ডাকতে চলেছে বলে খবর। ইতিমধ্যেই প্রায় ৫০০০ প্রার্থীর তালিকা বানানো হয়েছে। কিছুদিনের মধ্যেই কাউন্সেলিংয়ের সূচি প্রকাশ করে দেওয়া হবে।
আরও পড়ুনঃ মমতার কাছে কৃতজ্ঞ! বাংলাদেশে অশান্তির মাঝে কেন এমন বললেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট?
এখনও অবধি উচ্চ প্রাথমিকের (Upper Primary Counselling) প্যানেলে নাম থাকা ৮৭৪৯ জন চাকরিপ্রার্থীর কাউন্সেলিং সম্পন্ন হয়েছে। তার মধ্যে ২০৭২ জন অনুপস্থিত অথবা প্রত্যাখ্যানকারী রয়েছেন। এবার দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্যায়ের কাউন্সেলিংয়ে এই আসনগুলির জন্য ওয়েটিং লিস্টে নাম থাকা চাকরিপ্রার্থীদের মধ্যে থেকে প্রার্থী ডাকা হবে। এই আবহে সকল অপেক্ষারত চাকরিপ্রার্থীকে কবে ডাকা হবে সেই প্রশ্ন মাথাচাড়া দিয়েছে।
সংশ্লিষ্ট প্রতিবেদনে কমিশন সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, এসএসসি নিয়ম বলছে, প্যানেলে নাম থাকা যে সকল চাকরিপ্রার্থী (Upper Primary Counselling) ইতিমধ্যেই সুপারিশপত্র গ্রহণ করেছেন তবে চাকরিতে যোগদান করেননি, তাঁদের পুরো তালিকা না আসা অবধি ওয়েটিং লিস্টের ভ্যাকান্সি আপডেট করা সম্ভব নয়। সুপারিশপত্র পাওয়ার ৪২ দিনের মধ্যে চাকরিতে যোগ না দিলে ধরে নেওয়া হয় ওই পদটি ফাঁকা। জানা যাচ্ছে, চলতি বছর শেষ হওয়া অবধি যে তথ্য হাতে থাকবে, তার ওপর ভিত্তি করে এসএসসি উচ্চ প্রাথমিকের ওয়েটিং লিস্টের কাউন্সেলিং শুরু করতে চলেছে।