বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) ইস্যুতে কঙ্কালসার দশা রাজ্যের। বন্ধ নিয়োগ। আদালতে চলছে হাজারো মামলা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরেও দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে। যার জেরে বিএড-এ (B.Ed Courses) আগ্রহ হারাচ্ছেন পড়ুয়ারা। বিএড কোর্সে ভর্তির ক্ষেত্রে তার প্রভাব স্পষ্ট বোঝা গেল।
বিএড কোর্সে কমল পড়ুয়া ভর্তির সংখ্যা | B.Ed Courses
তথ্য অনুযায়ী, এ রাজ্যে বিএড কলেজের সংখ্যা ৬২৩টি। তার মধ্যে সরকারি কলেজের সংখ্যা ২৩। গত বছর এই কলেজগুলিতে প্রায় ৯৮ শতাংশ পড়ুয়া ভর্তি হয়েছিল। তবে এবারে ভিন্ন চিত্র। দেখা যাচ্ছে, ২০২৩-’২৫ শিক্ষাবর্ষের তুলনায় ২০২৪-’২৬ শিক্ষাবর্ষে রাজ্যের বিএড কলেজগুলিতে অনেকটাই কমল পড়ুয়ার সংখ্যা।
ভিডিও দেখুন: https://youtu.be/QA41d5zd8SQ?si=FDPLg6XupxtOu-Vx
রিপোর্ট বলছে, চলতি শিক্ষাবর্ষে পড়ুয়া ভর্তির সংখ্যা এক ধাক্কায় প্রায় ৭ হাজার কমেছে। শতাংশের হিসেবে যা গত বারের তুলনায় প্রায় ১০ শতাংশ কম। বর্তমানে বিএড কলেজগুলিতে ভর্তির আসনসংখ্যা ৫৫, ১৫০। এবারে সেখানে ভর্তির জন্য নাম নথিভুক্ত করেছেন ৪৮,১৫০ জন পড়ুয়া। আবার এর মধ্যে অনেকেই নাম নথিভুক্ত করেও শেষমেশ আর অ্যাডমিশন নেয়নি।
কী বলছে কর্তৃপক্ষ?
কর্তৃপক্ষের দাবি, ন্যাশনাল এডুকেশন পলিসি বা জাতীয় শিক্ষানীতি মেনে ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম (আইটিইপি) নিয়ে পড়ুয়াদের মধ্যে আগ্রহ বাড়ছে। দু’বছরের প্রচলিত এই বিএড কোর্সে স্বাভাবিকভাবেই আগ্রহ কিছুটা কমেছে।
আরও পড়ুন: ২% হারে DA বৃদ্ধি থেকে ২০,০০০ টাকা উৎসব অগ্রিম! রাজ্য সরকারি কর্মীদের জন্য একগুচ্ছ ঘোষণা
উল্লেখ্য, বাবাসাহেব অম্বেডকর এডুকেশন ইউনিভার্সিটি এবার ১৫টি কলেজ নির্ধারিত নিয়ম না মানায় তাদের অনুমোদন দেওয়া হয়নি। গত বছরও নিয়ম ঠিক করে মানার জন্য বাতিল হয়েছিল রেজিস্ট্রেশন। এবারও একই পন্থা অবলম্বন করা হয়েছে। এর জেরেও পড়ুয়া কমেছে বলে জানা যাচ্ছে।