বাংলা হান্ট নিউজ ডেস্ক: তৃতীয় ইনিংসে অর্ধশতরান করা বাংলাদেশের টেস্ট সহ-অধিনায়ক লিটন কুমার দাস আগামীকাল বাংলাদেশের জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি বলেছেন যে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশই এগিয়ে রয়েছে। বাংলাদেশ তাদের টেস্ট ইতিহাসে এখনও পর্যন্ত ১২ বারের চেষ্টাতে একবারও ভারতকে হারাতে পারেনি। ১০টি ম্যাচে হার এবং মাত্র ২ বার তারা ড্র করতে পেরেছে।
কাল ১৪৫ রানের লক্ষ্যে পৌঁছনোর রাস্তায় ভারতের পথে সবচেয়ে বড় বাঁধা হয়ে দাঁড়াবেন বাংলাদেশের স্পিনাররা। ইতিমধ্যেই তৃতীয় দিনে কোহলি, পূজারা ও রাহুলকে তুলে নিয়ে ভারতকে ব্যাকফুটে ঠেলে দিয়েছেন মেহেদী হাসাম মিরাজ। চতুর্থ দিনে ভারতের কাজটা একেবারেই সহজ হবে না। এখনও জয়ের জন্য তাদের ১০০ রান প্রয়োজন।
তৃতীয় দিনের খেলা শেষে লিটন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “অবশ্যই আমাদের পক্ষে এই ম্যাচ জেতা সম্ভব। চেষ্টা করতে হবে সকালে একটি বা দুটি উইকেট তাড়াতাড়ি তুলে নেওয়ার, তাহলেই ম্যাচ আমাদের হাতের মুঠোয় চলে আসবে। অবশ্যই আমরা এই মুহূর্তে এগিয়ে আছি এবং ভারতই চাপের মধ্যে রয়েছে। আগামীকাল যদি আমরা আমাদের পরিকল্পনা সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে অবশ্যই তারা ভেঙে পড়বে। এটাই আমাদের লক্ষ্য। আমাদের জিততেই হবে।”
তিনি আরও যোগ করেছেন, “আমরা জানতাম যে মিরপুরে চতুর্থ ইনিংসে ব্যাট করা কতটা কঠিন। আমাদের লক্ষ্য ছিল ভারতের সামনে ২০০-২২০ রানের টার্গেট রাখা। কিন্তু সেটা আমরা করতে পারিনি। তবে আমি মনে করি জয়ের জন্য এই লক্ষ্যও যথেষ্ট।”
তবে লিটন স্বীকার করেছেন যে চতুর্থ দিনে রিশভ পন্থ তাদের পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারেনি। সাম্প্রতিক সময়ে, এই বাঁ-হাতি তারকা নিজেকে ভারতের সবচেয়ে ধারাবাহিক ব্যাটারদের একজন হিসাবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন এবং তিনি প্রথম ইনিংসে ৯৩ রান করে ভারতীয় দলকে উদ্ধার করেছিলেন।