বাংলা হান্ট ডেস্কঃ একুশের নির্বাচনের আগে তৃণমূলের সবথেকে বড় প্রচার স্লোগান ছিল ‘বাংলা নিজের মেয়েকেই চায়”। একুশের পালা শেষ। বাংলা জয়ের লক্ষ্য পূরণ করেছে তৃণমূল। এবার লক্ষ্য গোয়া। আর এবার বাংলার মেয়ে গোয়ায় গিয়ে গোয়ার মেয়ে হয়েছেন। তৃণমূল নেত্রী একুশের বিধানসভা নির্বাচনের সময় বিজেপিকে বাংলায় যতই বহিরাগত আখ্যা দিয়ে থাকুক না কেন, তিনি কিন্তু দিল্লি, গোয়া এবং মুম্বইতে গিয়ে এটাই বুঝিয়েছেন যে, তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও ভারতেরই মেয়ে।
আর সেই সূত্রেই এবার গোয়া থেকে তেমনই ডাক দিলেন মুখ্যমন্ত্রী। এদিন গোয়ায় একটি সভায় ভাষণ দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় জনতাকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি আপনাদের ভাষা জানি। আমি এখানে মুখ্যমন্ত্রী হতে আসিনি।”
গোয়ায় তৃণমূল যে ভোট কাটুয়া নয়, সেটাও জনতাকে বুঝিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল নেত্রী বলেছেন, আমরা এখানে কোনও ভোট ভাগাভাগি করতে আসিনি। আমরা লড়াই করলে পুরোটাই করি। অর্ধেক লড়াইয়ে বিশ্বাসী নই আমরা। মুখ্যমন্ত্রী এও বলেন যে, বাংলার মতো গোয়াতেও এবার খেলা হবে।
গোয়ায় তৃণমূল ইতিমধ্যে শাসকদল মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে জোট করেছে। অন্যদিকে অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টির সঙ্গে জোট হওয়ার জল্পনা চললেও, গতকাল এক আপ নেত্রী ঘোষণা করে বলেছেন যে, তৃণমূলের সঙ্গে তাঁদের জোট করার কোনও সম্ভাবনাই নেই। তাঁরা ভালো প্রার্থী দেবে আর গোয়ায় দুর্নীতিমুক্ত সরকার গড়বে। যদিও, মুখ্যমন্ত্রী এদিন সবাইকে বার্তা দিয়ে বলেন, আমরা ভোটে লড়ব, কেউ চাইলে আমাদের সঙ্গে আসতে পারেন।