কড়া নজর রাখতে হবে আফগানিস্তানের পরিস্থিতির দিকে, অজিত দোভালদের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্কঃ আফগানিস্তান (afghanistan) নিয়ে এখনও আশঙ্কার কালো মেঘ কাটেনি। নাগরিকদের সুস্থ স্বাভাবিকভাবে ফিরিয়ে আনতে উদ্বিগ্ন রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। শুধুমাত্র ভারতীয়রাই নন, সে দেশ থেকে যারাই আসতে চাইছেন, তাদের নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।

আফগানিস্তান থেকে মানুষজনকে ভারতে দ্রুত ফিরিয়ে আনার কথা, গঠিত কমিটিকে আরও একবার স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদী। এই কাজের জন্য এক বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই উচ্চ পর্যায়ের কমিটিতে রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ উচ্চ পদস্থ আধিকারিকরা। গত কয়েকদিনে এই গোষ্ঠী (high-level group) নিজেদের মধ্যে বেশ কয়েকবার বৈঠকও করেছে।

taliban 3a

সর্বদা আফগানিস্তানের পরিস্থিতির উপর নজর রাখার পাশাপাশি সতর্ক থাকার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কমিটি সে দেশ থেকে ভারতীয় নাগরিক এবং সেখানকার ইচ্ছুক নাগরিকদের ফিরিয়ে আনার পাশাপাশি অন্যান্য দিকেও নজর দিচ্ছে।

দেখা হচ্ছে, আফগানিস্তানের মাটিতে যেন কোনভাবেই ভারত বিরোধী কার্যকলাপ না করা হয়। অর্থাৎ, কোন ভাবেই যেন ভারত বিরোধী কর্মকান্ডে যুক্ত হয়ে না পড়ে আফগানিস্তানের মাটি। সব দিকেই খেয়াল রাখছে সেই উচ্চ পর্যায়ের কমিটি। সেইসঙ্গে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বিবৃতি দেখার পাশাপাশি আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রতিক্রিয়াকেও খতিয়ে দেখছে এই কমিটি।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর