ভবানীপুরের জয় দিয়ে শুভেন্দু অধিকারীর গালে চড় মারলাম, বিস্ফোরক ফিরহাদ হাকিম

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের অসাধারণ জয়যাত্রা কার্যত অশ্বমেধের ঘোড়া হয়ে উঠতেই পারত পথে একটি কাঁটা না থাকলে। সেই কাঁটার নাম নন্দীগ্রাম, গোটা বাংলা জুড়ে দু’শোর বেশি আসন জয় করলেও নন্দীগ্রামের সেই অশ্বমেধের ঘোড়া থামিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। যা নিয়ে ইতিমধ্যেই চক্রান্তের তত্ত্বও খাড়া করেছে তৃণমূল। মামলা চলছে কোর্টে। তবে এসব খবর এখন পুরনো।

কারণ ইতিমধ্যেই ভবানীপুর উপ নির্বাচনে সমস্ত রেকর্ড ভেঙে ফের একবার জয় ফিরেছেন মমতা। ২০১১ সালের উপনির্বাচনে নিজের করা রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি। জিতেছেন ৫৮ হাজারেরও বেশি ব্যবধানে। সকালবেলাই গণনা পর্ব চলাকালীন তৃণমূলের বর্ষীয়ান নেতা ফিরহাদ হাকিম মন্তব্য করেছিলেন, ৫০-৮০ হাজার ভোটের ব্যবধানে জয় তুলে নেবেন মমতা ব্যানার্জি। ফলাফলও হয়েছে তার কথা মতই। ৭০ শতাংশের বেশি ভোট নিয়ে জয়লাভ করেছেন মমতা।

নির্বাচনের পর এই বিষয়ে কথা বলতে গিয়ে এবার সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একহাত নিলেন ফিরহাদ। তিনি বলেন, আমরা আওয়াজ তুলেছিলাম “নন্দীগ্রামের বদলা নিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন।” আমরা সেটাই করেছি। নন্দীগ্রামের বদলা নিলাম, শুভেন্দু অধিকারীর মুখে চড় মারলাম। তার আরও সংযোজন, নন্দীগ্রামে চক্রান্ত করে মমতাকে হারানো হয়েছিল, ভবানীপুর তার জবাব দিয়েছে।

ববি হাকিমের মতে রাজনৈতিক সাম্প্রদায়িকতার রাস্তা থেকে সরে না দাঁড়ালে আগামী দিনে বিজেপির সংগঠন আরও বেশি দুর্বল হয়ে পড়বে। প্রসঙ্গত উল্লেখ্য ভবানীপুরে বিজেপি সংগঠন যে দুর্বল এ কথা স্বীকার করে নিয়েছেন পরাজিত প্রার্থী প্রিয়াঙ্কার টিবরেওয়ালও। মমতার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ২৬ হাজারের কাছাকাছি ভোট পেয়েছেন তিনি।

 

X