পাকিস্তানের উপদ্রবের বিরুদ্ধে আমরা ভারতের পাশে আছিঃ সাদিক সিদ্দিকি, আফগানিস্তানের রাষ্ট্রপতি দূত

বাংলাহান্ট ডেস্কঃ পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে গিয়ে ভারতের (India) পাশে দাঁড়াচ্ছে আফগানিস্তানের (Afghanistan) বাসিন্দারা। শুনতে অবাক লাগলেও এমনটাই জানা গেল। আফগানিস্তানে অবস্থিত শিখ এবং হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচারের ফলে তারা দেশ ছাড়তে বাধ্য হচ্ছে। ভারতে আসতে উদ্যত হচ্ছে।

সাদিক সিদ্দিকির বক্তব্য
আফগানিস্তানের রাষ্ট্রপতির প্রবক্তা সাদিক সিদ্দিকি (Sadiq Siddiqui) এ বিষয়ে জানিয়েছেন, ‘এটা আমাদের জন্য একেবারেই আনন্দ সংবাদ নয়। আমাদের সোসাইটির শিখ হিন্দু ভাই বোনেরা দেশ ছেড়ে চলে যাচ্ছে। সুরক্ষার বিষয়ে আতঙ্কে রয়েছেন তারা। তবে আশা রাখব, তারা একদিন ঠিকই দেশে ফিরে আসবেন’।

1 12 1

আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই জারী থাকবে
তিনি আরও জানিয়েছেন, ‘পাকিস্তানের আতঙ্কবাদ এবং সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই জারী রয়েছে। সকলেই এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে হবে। আফগানিস্তান এই লড়াইয়ে একদম প্রথম সারিতে রয়েছে। আতঙ্কবাদের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব’।

আলকায়দা, তালিবান পাকিস্তানেই রয়েছে
আফগানিস্তানের হিন্দু এবং শিখদের উপর অত্যাচারের মূলকেন্দ্র বিন্দু হল পাকিস্তান। সেখান থেকেই সমস্ত বিষয়ের সূত্রপাত। এই বিষয়ের ভিত্তিতে সাদিক সিদ্দিকি জানালেন, ‘পাকিস্তানের আলকায়দা, তালিবান এরা সমগ্র বিশ্বের কাছেই আতঙ্কের বিষয়। তালিবানের কর্মকান্ড পাকিস্তান থেকেই চলছে। জাতিসঙ্ঘও এই বিষয়ে অবগত। এই বিষয়ে শুধুমাত্র আফগানিস্তান, নয় সমগ্র বিশ্বই অবগত’।

Smita Hari

সম্পর্কিত খবর