বাংলাহান্ট ডেস্কঃ মেধা পাটেকরের ধারণা বদলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুম্বাইয়ে (Mumbai) বিশিষ্টজনদের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে করা প্রশ্নের উত্তরে স্পষ্ট জবাব মমতার, ‘দেশে যেমন আদানি-আম্বানিদের চাই, তেমনই আবার কিষাণদেরও চাই’।
কৃষকের জমি জবরদখলের বিরুদ্ধে টাটার মত সংস্থাকে বাংলার মাটি ছাড়তে বাধ্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসময় মাটি কামড়ে পড়ে থেকে টাটাকে বাংলার মাটি থেকে সরিয়েই দম নিয়েছিলেন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী। সেই হিসেব করে মেধা পাটেকর ভেবেছিলেন, তাঁর প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলবেন, ‘মেধার ইচ্ছা মত হোক’। কিন্তু না সমস্ত ক্যাকুলেশন বদলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সভায় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে মেধা পাটেকর প্রশ্ন করেন, সরকারী সংস্থার বেসরকারিকরণ, বিলগ্নিকরণ থেকে শুরু করে নর্মদা বাঁচাও আন্দোলন, উদার অর্থনীতি, বেসরকারিকরণ, বাণিজ্যিকিকরণ, কৃষিক্ষেত্রে কর্পোরেট পুঁজির অনুপ্রবেশ- সব মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চেয়েছিলেন মেধা পাটেকর।
উত্তরে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেন, বৃহৎ কর্পোরেটের বিরুদ্ধে একদমই নন মুখ্যমন্ত্রী। সকলকে নিয়েই দেশ চালাতে হবে তাঁর মতে। যেমন বেশি কর্মসংস্থানের প্রয়োজন, তেমনই প্রয়োজন বেশি শিল্পায়নের। দেশে যেমন আদানি-আম্বানিও চাই, তেমনই কিষাণও চাই- দাবী মমতার। গরীব মানুষের যাতে ভালো হয় সেটাই করতে হবে, কোনভাবেই তাঁদের খারাপ হতে দেওয়া যাবে না- তা বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী।
তবে কিভাবে এগোবেন, তা স্পষ্ট ভাবে না বললেও, তাঁর কথার মধ্যে এটা স্পষ্ট যে আগে বিজেপি হঠুক, তারপর দেখবেন সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে।