‘সংঘাত নয়, সুস্থ সম্পর্ক চাই আমরা’, মোদী বিডেনের বন্ধুত্ব যেন চোখের বালি জিনপিং-এর!

বাংলাহান্ট ডেস্কঃ মার্কিন নবনির্বাচিত রাষ্ট্রপতি জো বিডেনের (Joe biden) সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra modi) মধ্যে সখ্যতা গড়ে উঠেছে। পূর্ব পরিচিত থাকলেও, নির্বাচনে জয়ের পর সেই পুরনো বন্ধুত্বের সম্পর্ককে আরও বেশি করে ঝালিয়ে নিয়েছেন দুজনেই। কিন্তু ভারত আমেরিকার এই সম্পর্ককে কিছুতেই মানতে পারছেন না চীনা রাষ্ট্রপতি শি জিনপিং।

প্রধানমন্ত্রী মোদী অভিনন্দন জানান জো বিডেনকে
আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচনে জো বিডেন জয়লাভ করার পর ট্যুইট এবং ফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে অভিনন্দন জানান। পাশাপাশি ভারতীয় বংশোদ্ভূত উপ রাষ্ট্রপতি কমলা হ্যারিসকেও অভিনন্দন জানান। সেইসঙ্গে দুই দেশের প্রধানমন্ত্রী সঙ্গে দুই দেশের উন্নতি নিয়ে নানবিধ আলোচনাও হয়।

modi biden

আলোচনা হয় দু দেশের উন্নতির সম্পর্কে
ফোনে জো বিডেনের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর জলবায়ু পরিবর্তন, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা এবং সর্বোপরি করোনা ভাইরাসের মোকাবিলা প্রসঙ্গে দুজনের মধ্যে আলোচনা হয়। তবে এছাড়া আরও কোন বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে জানা যায়নি। একথা প্রধানমন্ত্রী নিজেই ট্যুইট করে জানান।

106419892 1583169350010gettyimages 1204738157

শি জিনপিং প্রস্তাব রাখলেন জো বিডেনের কাছে
এদিকে ভারত এবং আমেরিকার এই বন্ধুত্বকে কিছুতেই মানতে পারছে না চীনা রাষ্ট্রপতি শি জিনপিং। সমগ্র বিশ্বের থেকে কোণঠাসা চীন সরকার জিনপিং এতদিন চুপ করে থাকলেও, এবার এক প্রস্তাব রাখলেন নবনির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি জো বিডেনের কাছে। তিনি বললেন, ‘সংঘাত নয়, এবার সুস্থ সম্পর্ক চাই আমরা।’ যদিও চীনা রাষ্ট্রপতি জিনপিং-এর এই প্রস্তাবের কোন উত্তর দেননি জো বিডেন।


Smita Hari

সম্পর্কিত খবর