আমরা শান্তি চাই কিন্তু অবৈধ কবজা মানব নাঃ POK ও চীনের উপর বিবৃতি দিল ভারত

বাংলাহান্ট ডেস্কঃ কখনও রাজনৈতিক, আবার কখনও সেনাবাহিনী- সবদিক থেকেই ভারত (India) বিভিন্ন আক্রমণাত্মক দেশের বিরুদ্ধে লড়াই জারী রেখেছে। ভারতের বিদেশমন্ত্রালয় থেকে চীন এবং  POK-কে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য প্রকাশ করেছে।

india 10

চীন শান্তি রক্ষার বার্তা দিয়েও তা ভঙ্গ করল
প্রথমে আসা যাক চীনের বিষয়ে, ভারতের বিদেশ মন্ত্রালয়ের প্রবক্তা অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, ‘ভারত সর্বদা শান্তির বার্তা দিয়ে এসেছে। উহানের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং শি জিনপিং জানিয়েছিলেন দুই দেশ সীমান্ত এলাকায় শান্তি রক্ষা করে চলবে। কিন্তু চীন সেই অঙ্গীকার ভঙ্গ করল’।

একই স্থানে দুই পেট্রোলিং টিম পৌঁছালে এমনটা হয়ে থাকে
স্থলসেনা প্রধান বললেন, এক সপ্তাহের মধ্যে অনেক রিপোর্ট এসেছে PLA এবং আমাদের মধ্যে কিছু সংঘর্ষ হয়েছে। তবে আমি এটাই বলব আমাদের এবং চীনের মধ্যে যে LAC আছে, সেখানে কিছু কিছু নিয়ম আছে। আমরা আমাদের এলাকায় পেট্রোলিং করি, এবং চীন করে নিজের এলাকায়। তবে কিছু কিছু সময়ে একই জায়গায় দুই দেশের টিম পেট্রোলিং করতে চলে গেলে, এইধরনের ফেস অফ হয়ে যায়’।

india 22 1

এই ফেস অফ কোন নতুন জিনিস নয়
তিনি আরও জানান, ‘এই ফেস অফ কোন নতুন জিনিস নয়। এর আগেও বহুবার এই ঘটনা ঘটেছে। এই সংঘর্ষ মেটাতে আমদের পূর্ব প্রোটোকল মান্য করা হয়। কিন্তু তারপরও যদি এই সমস্যার সমাধান না হয়, তাহলে ডেলিগেশন লেভেলের মিটিং, আইএস মিলিটারি লেভেল কমন্ডার মিটিং করা হয়। তারপর নিজেদের মধ্যে আলোচনার মধ্যে এই সমস্যার সমাধান করা হয়’।

ডামরভাষা বাঁধ নির্মাণ প্রকল্প
আবার বর্তমানে পাকিস্তান POK-এর বিষয় নিয়েই প্রচন্ডরকম চালাকি দেখাতে শুরু করে দিয়েছে। পাক সরকারের তরফ থেকে এক চিনি রাজ্য সঞ্চালিত ফর্ম এবং পাকিস্তানি সেনাদের মধ্যে ডামরভাষা বাঁধ নির্মাণের জন্য ২.৭৫ বিলিয়ন ডলারের কন্ট্রাক করা হয়েছে। পাকিস্তানের ‘ডন’ সংবাদের রিপোর্ট মোতাবেক, চীনের সরকারী কোম্পানি চায়না পাওয়ারের কাছে ৭০ শতাংশ এবং ফ্রন্টেয়ার ওয়ার্কস অর্গানাইজেশন পাকিস্তানের আর্ম ফোর্সের কমার্শিয়াল শাখা ৩০ শতাংশ ভাগ নেবে।

modi 76

চীন এবং পাকিস্তানের বেআইনি ভাবধারার তীব্র বিরোধিতা করল ভারত
চীন এবং পাকিস্তানের এহেন আচরণের তীব্র বিরোধিতা করে ভারত সরকার জানিয়েছে, এইধরনের যেকোনো সিদ্ধান্তই আইন বিরুদ্ধ। কারণ, এই অংশটি ভারতের জম্মু কাশীরের অংশ। এবং এই অংশটিকে পাকিস্তান অবৈধভাবে কবজা করে রেখেছে।


Smita Hari

সম্পর্কিত খবর