‘পরে সময় আসবে আমরাও দেখে নেব’! ‘সরকার নামিয়ে’ দেওয়ার হুঁশিয়ারি চাকরিহারাদের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিল। সুপ্রিম কোর্টের (Supreme Court) এক রায়ে চাকরি খুইয়েছেন ২৫,৭৫২ জন। যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি, সেই কারণে সকলের ওপর কোপ পড়েছে। এই আবহে সোমবার রাজ্যজুড়ে ডিআই অফিস অভিযানের ডাক দেন চাকরিহারারা। সেই কর্মসূচি ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে কসবা। পুলিশের ওপর দেদার লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে। চাকরিহারাদের হুঙ্কার, ‘মিলিয়ে নেবেন, এই সরকার টিকবে না’।

‘সরকার নামিয়ে’ দেওয়ার হুঁশিয়ারি চাকরিহারাদের (SSC Recruitment Scam)!

দুর্নীতির জেরে গত বছরই ২০১৬ সালের এসএসসির সমগ্র প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টে গিয়েও সুরাহা হয়নি। উচ্চ আদালতের রায়ে বাতিল হয়েছে ২৫,৭৫২টি চাকরি। সুপ্রিম-রায়ে এখন চাকরিহারা পরিবারে হাহাকার। এই আবহে আজ বাংলা জুড়ে ডিআই অফিস ঘেরাও অভিযানে নামেন চাকরিহারারা।

এই কর্মসূচি ঘিরেই কসবায় তেতে ওঠে পরিস্থিতি। জানা যাচ্ছে, চাকরিহারাদের (SSC Recruitment Scam) মিছিল ডিআই অফিসের সামনে আসতেই পুলিশি বাধার মুখে পড়তে হয়। শুরু হয় ধস্তাধস্তি। টেনে হিঁচড়ে পুলিশকর্মীরা চাকরিহারাদের সরানোর চেষ্টা করেন বলে খবর। যার জেরে পড়ে যান কয়েকজন। অভিযোগ, সেই অবস্থাতেই তাঁদের ওপর লাঠিচার্জ করা হয়।

আরও পড়ুনঃ তলানিতে রাজ্যের আইনশৃঙ্খলা! কসবায় চাকরিহারাদের মার! জঙ্গিপুরে প্রাণ বাঁচাতে দোকানে ‘লুকোলেন’ পুলিশকর্মী

রেহাই পাননি মহিলা প্রতিবাদকারীরাও। তাঁদেরও লাঠিপেটা করা হয়েছে বলে অভিযোগ। এর ঘটনার জেরে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। জ্ঞান হারান একজন শিক্ষিকা (School Teacher)। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন চাকরিহারারা। একজন বলেন, ‘মিলিয়ে নেবেন, এই সরকার টিকবে না। লিখে দিলাম। সরকারকে আমরাই নামাব। আমরাই তো সমাজের মুখ’।

SSC recruitment scam

ওই প্রতিবাদকারী প্রশ্ন তোলেন, একজন শিক্ষিকাকে মাটিতে ফেলে পেটাচ্ছে পুলিশ। এটা কোথাকার, কীসের আইন? ওরা আইন শেখেনি? আরেকজন আবার ‘দেখে নেওয়া’র হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আজ আমাদের যেমন হেলমেট পরে লাঠি মারা হল, পরে সময় আসবে, তখন আমরাও দেখে নেব’।

উল্লেখ্য, ২৬০০০ চাকরি বাতিল কাণ্ডে (SSC Recruitment Scam) বর্তমানে উত্তাল বাংলা। ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতেও এর আঁচ এসে পড়েছে। মুহুর্মুহু আক্রমণ করছে বিরোধীরা। এই আবহে চাকরিহারাদের ডিআই অফিস অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে উঠল কসবা। পুলিশ লাঠিচার্জ করতেই ‘সরকার নামিয়ে’ দেওয়ার হুঁশিয়ারি দিলেন ক্ষুব্ধ চাকরিহারারা।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X