‘BJP বাংলায় ক্ষমতায় এলে ৭ দিনের মধ্যে মোগলদের নাম-নিশান মুছে ফেলব’, হুংকার শুভেন্দুর!

বাংলা হান্ট ডেস্ক : গতকাল শনিবারই রাষ্ট্রপতি ভবনের ঐতিহ্যশালী মোঘল গার্ডেনের নাম বদল করে করা হয়েছে অমৃত উদ্যান। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিভিন্ন মহল। এরপরই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দাবি করেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে সাত দিনে মোঘলদের দেওয়া সমস্ত নাম (Mughal Names) পরিবর্তন করা হবে।

সংবাদমাধ্যমকে শুভেন্দু বলেন, ‘এটা শুধু মোঘল গার্ডেনের বিষয় নয়। সমস্ত জায়গা থেকেই মোঘলদের পরিচয় উপড়ে ফেলতে হবে। যেখানে যেখানে আছে সেখান থেকে খুঁজে খুঁজে নাম মুছতে হবে। এত হিন্দুকে মেরেছে, এত মন্দির, হেরিটেজ নষ্ট করেছে, ওদের কিচ্ছু রাখা যাবে না এ দেশে।’ নন্দীগ্রামের বিধায়কের আরও দাবি, ‘সমস্ত গ্রাম, গঞ্জ, নগর খুঁজে মোঘলদের দেওয়া নাম মুছে ফেলতে হবে। বাংলায় বিজেপি ক্ষমতায় এলেই মোঘল ও ব্রিটিশদের দেওয়া নাম মোছার সেই কাজ সাত দিনের মধ্যে করে ফেলবে।’

suvendu

এই প্রসঙ্গে এক তৃণমূল নেতার দাবি, ‘শুভেন্দু নিজেও জানেন বাংলায় কোনওদিনই বিজেপি ক্ষমতায় আসবে না। তাই এসব উলটো-পালটা বলছেন।’ এরই সঙ্গে ওই নেতা আরও জানান, ‘শুভেন্দুবাবু কি এটা বলবেন যে বিজেপি বাংলায় এলে বিরিয়ানি, মোগলাই খাওয়া বন্ধ করে দেবেন? বলুন তো দেখি একবার?’

গতকাল শনিবার এই বিষয় নিয়ে ডায়মন্ড হারবার থেকে প্রতিক্রিয়া দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, ‘নাম বদলের বিষয়টিকে বিজেপি চলমান প্রথার মতো করে নিয়েছে। আসলে ওদের নতুন কিছু করার মুরোদ তো নেই, তাই পুরনো নাম বদল করে দিচ্ছে। এর আগে মোঘলসরাই স্টেশন, এলাহাবাদের নাম বদল হয়েছে। সেই ধারায় নতুন সংযোজন রাইসিনা হিলসের মোঘল গার্ডেনের নাম বদল।’


Sudipto

সম্পর্কিত খবর