‘যুক্তিসঙ্গত বিরোধিতা করেই TMC-কে হারাব’, মন্দিরবাজারের জনসভা থেকে চ্যালেঞ্জ নওশাদের

বাংলা হান্ট ডেস্ক : গতকাল দক্ষিণ ২৪ পরগণার মন্দিরবাজারের নিশাপুর অঞ্চল এক জনসভার আয়োজন করে আইএসএফ (Indian Secular Front)। সভায় নওসাদ সিদ্দিকী (Nawsad Siddique) সহ উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি, জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লা, সম্পাদক সাহাবুদ্দিন সিরাজী, আইনজীবী সাহাদাত সাহ, বাহাউদ্দীন মোল্লা ও বিশিষ্ট সমাজসেবী মুন্সি আব্দুল হাই সহ ব্লক ও স্থানীয় অঞ্চল নেতৃত্ব।

আইএসএফ-র চেয়ারম্যান তথা এলাকার বিধায়ক নওসাদ সিদ্দিকী বলেন, ‘স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত পঞ্চায়েত তৈরিতে আইএসএফ বদ্ধপরিকর। সেজন্য গত কয়েক মাস ধরে বুথস্তরে দল মানুষকে সংগঠিত করছে। আগামীদিনে যেসকল পঞ্চায়েতে আইএসএফ নির্বাচিত হবে সেখানে সংবিধানসম্মত জনগণের পঞ্চায়েত তৈরি করা হবে এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি।’

   

isf

নওশাদ আরও বলেন, ‘শুধুই বিরোধিতা নয়, যুক্তি দিয়ে, তথ্য দিয়ে বিরোধিতা করতে হবে। এইভাবেই শাসকদলকে বিচ্ছিন্ন করা যাবে। তবে সৌজন্যের রাজনীতি বিসর্জন দিয়ে রাজনীতি নয়। আইএসএফের বিরুদ্ধে সমস্ত মিথ্যাচার ও কুৎসা গণতান্ত্রিকভাবে সৌজন্যের মাধ‌মে করতে হবে। পাশাপাশি অন্যায়, অবিচার, অত্যাচারের বিরুদ্ধেও অবিরাম সংগ্রাম করে যেতে হবে।’

এই জনসভায় উপস্থিত ছিলেন আইএসএফ-র রাজ্য সম্পাদক বিশ্বজিত মাইতি। তিনি বলেন, ‘হামলা-মামলা করে আইএসএফের অগ্রগতি থামানো যাবে না। আগামী পঞ্চায়ত ও সামনের বছরের লোকসভা নির্বাচনে শাসক তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে পরাস্ত করতে জোটবদ্ধ হতে হবে।’

isf

এদিনের জনসভাতে যোগ দিতে আসা কর্মী সমর্থকদের ওপর হামলা চালায় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। এমনই অভিযোগ করা হল আইএসএফ-র পক্ষ থেকে। তবে সরকারি ভাবে আইএসএফ এই প্রসঙ্গে কোনও বিবৃতি দেয়নি বলেই জানা যাচ্ছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর