‘BJP NPP কে হারাতে যা করার করবো’ নির্বাচন শেষে আত্মবিশ্বাসী মেঘালয় তৃণমূলের সভাপতি

বাংলা হান্ট ডেস্ক : আজ মেঘালয়ে নির্বাচন (Meghalaya) । পাহাড় রাজ্যকে ঘিরে এবার আগ্রহ তৈরি হয়েছে জাতীয় রাজনীতিতেও। এই নির্বাচনেই মুকুল সাংমা (Mukul Sangma) এবং কনরাড সাংমার যুদ্ধে যেন অনেকটাই পিছন সারিতে চলে গিয়েছিলেন মেঘালয় তৃণমূলের সভপতি চার্লস পিনগ্রোপ। এদিনের নির্বাচনের অন্তিম লগ্নে এসে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখা গেল তাঁকে। সাংবাদমাধ্যমের সামনে তা প্রকাশও করেল তৃণমূল সভাপতি।

কী বললেন চালর্স? ক্যামেরার সামনেই চার্লস পিনগ্রোপের অকপট জবাব, ‘বিজেপি এবং এনএনপিকে হারাতে যার সঙ্গে খুশি আমরা জোট করতে পারি।’ তিনি বললেন, ‘ আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী। রাজ্যব্যাপী প্রচারে আমরা দারুণ সাড়া পেয়েছি। মেঘালয়ে যেকোনোও দিন তৃণমূলের শাসন প্রতিষ্ঠা হতে পারে। মানুষের সমর্থন পেয়েছি আমরা। আমরা আশাবাদী যে ওই সমর্থন ভোটে পরিবর্তিত হবে।

   

চার্লস আরও বলেন, ‘আমরা আশা করছি মানুষ আমাদের উপর বিশ্বাস রাখবেন। আমাদের সুযোগ দেবেন সরকার গড়ার। মেঘালয় পরিবর্তন চাইছে। আর সেই পরিবর্তন আসবে তৃণমূলের হাত ধরেই। বিজেপি এবং এনপিপিকে হারাতে যে কোনও রকম জোট আমরা করতে রাজি।’

charles 2

নির্বাচনের এক মাস আগেও এতটাই আত্মবিশ্বাসী দেখা গিয়েছিল চার্লস পিনগ্রোপকে। তিনি বলেছিলেন, ‘যে স্বপ্ন নিয়ে বিজেপি এনপিপির সঙ্গে জোট গঠন করে আসন্ন বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছে, সেই আশা তাদের পূরণ হবে না। স্বপ্নই থেকে যাবে।’

মেঘালয় তৃণমূল সভাপতি বলেন, আসন্ন বিধানসভা ভোটে কোনও দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না। ফলে, বিধানসভা ত্রিশঙ্কু হবে।  মেঘালয় বিধানসভার ম্যাজিক ফিগার ৩১। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে চার্লস বলেছেন, মেঘালয়বাসীরা প্রার্থী দেখে ভোট দেয়।তাই, যার জনপ্রিয়তা যত বেশি, তিনি তত ভোট টানবেন। ফলে, বিজেপি যদি মনে করে সংখ্যাগরিষ্ট আসন শরিক দলকে ছেড়ে দিলে তাদের মসনদে আসীন হওয়ার পথ মসৃণ হবে, তাহলে তারা ভুল করবে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর