বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভার অভিবেশন শুরুর আগেই তুলকালাম কাণ্ড। সমস্ত সুবিধা আর সমবেতনের দাবিতে আজ বিধানসভা অভিযানের ডাক দেয় শিক্ষক ঐক্য মঞ্চের সদস্যরা। এর সাথে সাথে তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করার দাবিতে বিধানসভার গেটের বাইরে অবস্থান বিক্ষোভে বসেন।
বেতন কাঠামোর উন্নতি সহ একাধিক দাবি আছে মুক্তমঞ্চের সদস্যদের। আজ হাইকোর্টের বাইরে অবস্থান বিক্ষোভে বসার সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষকরা। সেখান থেকে বিধানসভা অভিযান চানাল তাঁরা। ওনাদের অভিযানের ফলে বিধানসভা চত্বরে তুলকালাম কাণ্ড বাধে। বিধানসভার প্রধান গেট টপকে ভিতরে ঢোকার চেষ্টা চালায় মহিলা শিক্ষিকারা।
আন্দোলনকারী শিক্ষক, শিক্ষিরা জানান তাঁদের সমান বেতন দিতে হবে। তাঁরা এও জানান যে, ক্লাবে লক্ষ লক্ষ টাকা দান করেন মুখ্যমন্ত্রী, কিন্তু আমাদের দাবি শোনার আর মানার জন্য ওনার সময় হয় না। তাঁরা এও বলেন যে, মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত তাঁরা অবস্থান বিক্ষোভ ছেড়ে উঠবে না।