বাংলাহান্ট ডেস্কঃ বাংলাদেশের (bangladesh) উত্তেজনার আঁচ এসে পড়েছে বাংলাতেও (west bengal)। এবার সেই বিষয়কেই হাতিয়ার করে উপনির্বাচনে বেশি ভোট পাওয়ার আশা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার শান্তিপুরে নির্বাচনী প্রচারে গিয়ে উত্থাপিত করলেন বাংলাদেশ হিংসার বিষয়।
একুশের বিধানসভা নির্বাচনে শান্তিপুর বিধানসভায় প্রায় ১৬ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েও পরবর্তীতে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দেন জগন্নাথ সরকার। যার কারণে ওই আসনে উপনির্বাচনের জন্য দিন নির্ধারিত হয় আগামী ৩০ শে অক্টোবর। তবে এবার নিজেদের জায়গা ছাড়তে নারাজ গেরুয়া শিবির। অন্যদিকে কোমড় বেঁধে লড়াইয়ের ময়দানে হাজির তৃণমূলও। সেই কারণে প্রচার চলছে জোরকদমে।
উপনির্বাচনের পূর্বে রবিবার শান্তিপুরের একটি বেসরকারি লজে কর্মীসভায় যোগ দিয়েছিলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। সেখানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন BJP-র রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারও।
রবিবারের সভামঞ্চ থেকে বাংলাদেশের ঘটনাকে হাতিয়ার করে শুভেন্দু বলেন, ‘ওপার বাংলা থেকে মানুষ অত্যাচারিত হয়ে এখানে চলে আসছে। আর ওখানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় যা হিংসার ঘটনা ঘটেছে, সেই ঘটনার জবাব দেবে উত্তর শান্তিপুরের মানুষ। বাংলাদেশের এই হিংসার ঘটনার পর দেখবেন এই আসনে আমরা আরও তিনগুণ বেশি ভোটে জিতব’।
শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘সর্বভারতীয় দল বিজেপিকে উপনির্বাচনে শান্তিপুর বিধানসভার মানুষ আরও বেশি ভোট দিয়ে জয়ী করবেন। আশা করছি, এবারে সবথেকে বেশি লিড দিতে চলেছে শান্তিপুর’।
বাংলাদেশ ইস্যুতে শাসক দল এবং বিজেপি শিবির একে অপরকে কটাক্ষ করলেও, সম্প্রতি শান্তিপুরের মণ্ডল সভাপতিও তৃণমূলে যোগদান করার বিষয়ে শুভেন্দু বলেন, ‘বিজেপি ভোট আদর্শের, বিচারধারার, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। এখানে কোন ব্যক্তির প্রাধান্য নেই। তবে কোন মানুষের প্রাধান্য থাকলে, তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রয়েছে’।