বাংলাহান্ট ডেস্কঃ শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। বছর ভোর অপেক্ষার পর এবার দুর্গাপুজোর (durga puja) আনন্দে মেতে উঠবে বঙ্গবাসী। একদিকে যেমন বাঙালিরা মায়ের আগমনের জন্য অপেক্ষা করে থাকে, তেমনই অপেক্ষা করে থাকেন পশ্চিম ভারতের অধিবাসীরা। টানা নয়দিন ধরে চলে ধুমধাম সহকারে আনন্দ উৎসব। প্রথমা থেকে দশমীর আগে নবমীর রাত পর্যন্ত এই নয়দিন কেমন পোশাক পড়তে হয় তা জেনে নিন।
প্রথমাঃ নবরাত্রির প্রথমায় শৈলপুত্রীর পুজো করার কারণে হলুদ রঙের পোশাক পরা হয়। কারণ, শৈলপুত্রীর হলুদ রঙের পোশাক খুবই পছন্দের।
দ্বিতীয়াঃ নবরাত্রির দ্বিতীয় দিনে ব্রহ্মচারিণীর পুজোতে সবুজ রঙের পোশাক পরা হয়। গরবার সময় সবুজ রঙের পোশাক পড়লে, সৌভাগ্য বৃদ্ধি পায় বলে মনে করা হয়।
তৃতীয়াঃ নবরাত্রির তৃতীয় দিনে গাঢ় হলুদ রঙের পোশাক পরতে হয়।
চতুর্থীঃ নবরাত্রির চতুর্থ দিনে মা কুষ্মাণ্ডা দেবীকে তুষ্ট করতে কমলা রঙের পোশাক পরা হয়।
পঞ্চমীঃ নবরাত্রির পঞ্চম দিনে মা স্কন্দমাতার পুজো করার কারণে সাদা রঙের পোশাক পরতে হয়।
ষষ্ঠীঃ নবরাত্রির ষষ্ঠ দিনে মা কাত্যায়নীর পুজোর কারণে লাল রঙের পোশাক পরতে হয়।
সপ্তমীঃ নবরাত্রির সপ্তম দিনে মা কালরাত্রি নীল রঙা শাড়িতে ধরা দেন। সেই কারণে নীল রঙে শাড়ি পরতে হয়।
অষ্টমীঃ নবরাত্রির অষ্টম দিনে পশ্চিম ভারতে মা মহাগৌরীর পুজো করার কারণে গোলপী রঙের পোশাক পরতে হয়।
নবমীঃ নবরাত্রির নবম দিনে মা সিদ্ধিদাত্রীর পুজোর কারণে গাঢ় বেগুলি রঙের পোশাক পরতে হয়।